Connect with us
ক্রিকেট

শেষদিকে নাসুমের নৈপুণ্যে লজ্জার কবল থেকে বাঁচল বাংলাদেশ

Nasum Ahmed
নাসুম আহমেদ। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। তবে আজ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে এসে বড় লজ্জার মুখে পড়তে যাচ্ছিল টাইগাররা। কিন্তু শেষ দিকে নাসুম আহমেদের ব্যাটিং নৈপুণ্যে বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। যেখানে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। একটা সময় ইয়াসির আলী দলের হাল ধরলেও ১৪৬ রানে সপ্তম উইকেট হিসেবে মাঠ ছাড়েন তিনি। এতে দ্রুতই অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে বাংলাদেশের। তবে এরপর নাসুমের ফিফটিতে ভর করে ২২৭ রানের লড়াই করার পুঁজি পায় টাইগাররা।

এদিন ৯৬ বলে ৬৭ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলেন নাসুম। যেখানে ছিল ১টি ছক্কা ও ৯টি চারের মার। বাড়তি সাবধানতা অবলম্বন করে খেলতে হয়েছে, কারণ উইকেটের অপরপ্রান্তে তাকে সাপোর্ট দেয়ার মত ছিল না তেমন কোন স্বীকৃত ব্যাটার। তবে এই স্পিন বোলিং অলরাউন্ডার টেলেন্ডারদের নিয়েই শেষ তিন উইকেটে স্কোরবোর্ডে যোগ করেছেন ৮১ রান।

আরও পড়ুন:

» জুনে সান্তোসের সাথে চুক্তি শেষে নেইমারের গন্তব্য কোথায়?

» এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের সময়সূচি

নাঈম হাসানের পর মুকিদুল ইসলাম আউট হলে ১৮০ রানেই নবম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। তবে ইবাদত হোসেনকে অপর প্রান্তে রেখে শেষ উইকেটে আরো ৪৭ রান যোগ করেছেন নাসুম। এতে করে টাইগার বোলারদের জন্য লড়াই করার পুঁজি সংগ্রহ করে দিয়েছেন এই ক্রিকেটার।

এর আগে দিনের শুরুতে টপ অর্ডার বেটারদের মধ্যে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ নাঈম ও এনামুল হক বিজয়। এরপর সাইফ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তার ২৫ রানে ৩১ রানের ইনিংসে কিছুটা শক্তি পায় দল। তিনি ফিরে গেলে ইংলিশ মেরামতের কাজ করেন ইয়াসির আলী রাব্বি। 

তবে উইকেটের অপরপ্রান্তে তাকে সমর্থন করতে পারেননি কেউ। অধিনায়ক নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ও মোসাদ্দেক সৈকত হয়েছেন ব্যর্থ। উইকেটের এক প্রান্ত আগলে রেখে ৬৫ বলে ৬৩ রান করেন ইয়াসির আলী। তবে তিনিও ফিরে গেলে চাপে পরে টাইগাররা। এরপর দলকে পথ দেখান নাসুম।

ক্রিফোস্পোর্টস/১০মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট