
ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার আঁচ লেগেছে দেশ দুটির ক্রিকেটাঙ্গনেও। এর মাঝে পিএসএল খেলতে যাওয়া দুই টাইগার ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশও। তবে গতকাল তাদের নিরাপদে দুবাই নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সরাসরি দেশে ফিরছেন তারা।
এবারের পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে খেলতে গিয়েছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের খেলার তথ্য সংগ্রহ করতে পাকিস্তানে গিয়েছিলেন দুই বাংলাদেশি সাংবাদিক। এই চারজনকে বিশেষ বিমানে পাকিস্তান থেকে দুবাই পাঠানো হয়েছিল। এবার একসাথেই দেশে ফিরছেন তারা।
সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান রয়েছে সংঘাত। উভয় দেশের হামলা পালটা হামলার মাঝে স্থগিত হয় পিএসএল। টুর্নামেন্টের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজন করার কথা জানা যায়। তবে শেষ পর্যন্ত দেশের পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট সম্পূর্ণ স্থগিত রাখার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
আরও পড়ুন:
» এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের সময়সূচি
» নারী বিশ্বকাপে ফিফার বড় ঘোষণা, সুযোগ বাড়বে বাংলাদেশের
পাকিস্তান থেকে দ্রুত বাংলাদেশি ক্রিকেটারদের সরিয়ে নিতে পিসিবিকে জোর দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে গতকাল দুই সাংবাদিকসহ টাইগার ক্রিকেটারদের রাওয়ালপিন্ডি থেকে বিশেষ ফ্লাইটে দুবাই নিয়ে যাওয়া হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, রাওয়ালপিন্ডির যে বিমান ঘাটি থেকে তাদের বিমান উড্ডয়ন করে, সেখানে তার কিছুক্ষণ পরই হা ম লা হয়।
এবারে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন রিশাদ হোসেন। আর নাহিদ রানা ছিলেন পেশোয়ার জালমির ডেরায়। টুর্নামেন্টে খেলা পাঁচ ম্যাচে এখন পর্যন্ত ৯ উইকেট শিকার করেছিলেন রিশাদ। অপরদিকে এখন পর্যন্ত অভিষেক হয়নি নাহিদের। তার দলের বাকি ছিল আরো দুই ম্যাচ। যেখানে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল রিশাদের দল লাহোর।
ক্রিফোস্পোর্টস/১০মে২৫/এফএএস
