Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কায় সিরিজ জিতল বাংলাদেশ, সেঞ্চুরির আক্ষেপ অধিনায়কের

Bangladesh wins series in Sri Lanka
শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তবে সিরিজে আগেই ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল সফরকারীরা। যে কারণে সিরিজ জিতেছে আজিজুল হাকিম তামিমের দল। তবে সিরিজ জিতলেও সেঞ্চুরির আক্ষেপ থেকে গেছে অধিনায়ক আজিজুলের।

এদিন কলম্বোয় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৩৯.১ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল সফরকারীরা। ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে যুবা টাইগাররা। পরে বৃষ্টি আর না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এদিন অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। প্যাভিলিয়নে ফেরার আগে ১১১ বলে ৯৪ রান করেন তিনি। ৭ চার ও ২ ছক্কার মারে ইনিংসটি সাজান যুবাদের দলপতি। রিজান হোসেন ৬৪ বলে ৪৮ রান করেন। এছাড়া কালাম সিদ্দিকির ব্যাট থেকে আসে ৩১ রান। অবশ্য রানের খাতা খুলতে ব্যর্থ হন ওপেনার জাওয়াদ আবরার। ৭ বলে খেলে শূন্য রান করে ফেরেন এই মারকুটে ওপেনার।

আরও পড়ুন:

» ইংল্যান্ডে খেলতে গিয়েছেন সাব্বির, কেমন খেললেন প্রস্তুতি ম্যাচ?

» বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে যে বার্তা দিলেন সামিত 

শ্রীলঙ্কার পক্ষে হিমাল রবিহংস, তারুসা নভোদয়া ও কুগাথাস মাথুলান একটি করে উইকেট শিকার করেন।

পুরো সিরিজেই জমজমাট লড়াই করেছে দুই দল। তবে বেশিরভাগ ম্যাচে দাপট দেখিয়েছে বাংলাদেশের যুবারা। যদিও বাংলাদেশের শুরুটাই হয়েছিল হার দিয়ে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ৯৮ রান হেরেছিলেন আজিজুলরা।

তবে পরের ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন করে জুনিয়র টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় সফরকারী দলটি। জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকে চতুর্থ ম্যাচ পর্যন্ত। টানা তিন জয়ের পর পঞ্চম ম্যাচে এসে দ্বিতীয় হারের দেখা পান আজিজুল-জাওয়াদরা।

শ্রীলঙ্কা জয়ে ফেরার পর সিরিজ বাঁচাতে আজকের ম্যাচটা জিততেই হতো। তবে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের ট্রফি নিয়েই দেশের ফিরবেন যুবা টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/৮মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট