
বেশ অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে রয়েছেন সাব্বির রহমান। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। এবার ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে গেলেন টাইগার এই ব্যাটার। এরই মধ্যে সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন সাব্বির। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।
গণমাধ্যমের কাছে একটি বার্তা পাঠিয়েছেন সাব্বির। যেখানে তিনি বলেছেন, ‘ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি ক্রিকেট লিগে মিডলসেক্সের অধীনে অক্সব্রিজের হয়ে আমি খেলবো। আগামী ১০ মে থেকে খেলা শুরু হবে আমাদের। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ব্যাট হাতে ৭০ রান করেছি ও বল করে ২ উইকেট পেয়েছি।’
আরও পড়ুন:
» বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে যে বার্তা দিলেন সামিত
» ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ, খুঁজে পেতে তামিমের পোস্ট
ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সাব্বির বলেছিলেন, ‘এর আগে দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘একটা ট্যুর আছে বাইরে। ইংল্যান্ডে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোনো ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি সেখানে প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছুদিন কাটবে।’
এর আগে সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন সাব্বির রহমান। দলের পাশাপাশি তিনি নিজেও নিজের পারফরমেন্সে তেমন কোন ছাপ রাখতে পারেননি। ৯ ইনিংসে একটি ফিফটির পাশাপাশি তিনি সংগ্রহ করেছেন ১৮৯ রান। এরপর ডিপিএলেও তেমন নজর কাড়ার মত কিছু করে দেখাতে পারেননি তিনি।
ক্রিফোস্পোর্টস/৮মে২৫/এফএএস
