Connect with us
ক্রিকেট

রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে মুম্বাইকে হারাল গুজরাট

Gujarat beat Mumbai in a thrilling match on the last ball
মুম্বাইকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলের শীর্ষস্থান এখন গুজরাট টাইটান্সের দখলে। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আসরের অষ্টম জয় তুলে নিয়েছে শুবমান গিলের দল। এতে তিন ধাপ এগিয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ২০২২ আসরের চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (৬ মে) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট। ওয়াংখেড়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হাতে রেখে বৃষ্টি আইনে নির্ধারিত ১৯ ওভারে ১৪৭ রানের টার্গেট তাড়া করে জয় নিশ্চিত করে দলটি।

এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে ফিরে যান সাই সুদর্শন। আগে ম্যাচে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙা এই ওপেনার আজ মাত্র ৫ রান করে ফিরে গেছেন। এরপর শুবমান গিল ও জস বাটলার মিলে প্রাথমিক বিপত্তি সামান দেন। দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৭২ রান যোগ করেন তারা।

আরও পড়ুন:

» ১৫ বছর আগে মেসিরা পারেননি, এবার পারবেন রাফিনিয়ারা?

» বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন সামিত সোম 

দলীয় ৭৮ রানের মাথায় অশ্বনী কুমারের শিকার হয়ে ফিরে যান বাটলার। ২৭ বলে ৩০ রান করে ফেরেন এই ইংলিশ তারকা। এরপর শেরফান রাদারফোর্ড ও শুবমান মিলে আরও ৩৫ রান যোগ করেন। তবে মাঝে বাধা দেয় বৃষ্টি। আর বৃষ্টির পরেই খেলতে নেমে বিপদে পড়ে গুজরাট।

১১৩ রানের মাথায় বুমরার বলে বোল্ড হয়ে ফেরেন শুবমান। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬ বলে ৪৩ রান করেন গুজরাট অধিনায়ক। পরের দুই ওভারে আরও তিনটি উইকেট হারায় দলটি। প্রথম বোল্টের শিকার হয়ে ফিরে যান রাদারফোর্ড (২৮)। এরপর বুমরার বলে বোল্ড হয়ে ফেরেন শাহরুখ খান (৬)। পরের ওভারে আভেশ খানের শিকার হয়ে ফেরেন রশিদ খান (২)।

দ্রুত বেশ কয়েকটি উইকেট হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় মুম্বাইয়ের হাতে। তবে ম্যাচের ১৮ ওভারের পর নতুন করে হানা দেয় বৃষ্টি। এতে এক ওভার কমে ম্যাচ গড়ায় ১৯ ওভারে এবং টার্গেট দাঁড়ায় ১৪৭ রানে। শেষ ওভারে ১৫ রান তুলে জয় নিশ্চিত করে গুজরাট।

মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন বুমরা। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার-প্লেতেই দুই ওপেনারকে হারায় মুম্বাই। এরপর উইল জ্যাকসের ৫৩, সূর্যকুমার যাদবের ৩৫ এবং শেষদিকে করবিন বসচের ২৭ রানের ইনিংসে ভর করে ১৫৫ রানের পুঁজি পায় মুম্বাই।

গুজরাটের হয়ে দুইটি উইকেট শিকার করেন সাই কিশোর। এছাড়া একটি করে উইকেট নেনে মোহাম্মদ সিরাজ, আরশাদ খান, প্রদীশ কৃষ্ণা,জেরাল্ড কোয়েটজি ও রশিদ খান।

সংক্ষিপ্ত স্কোর :

মুম্বাই ইন্ডিয়ান্স: ১৫৫/৮ (২০ ওভার)
গুজরাট টাইটান্স: ১৪৭/৭ (১৯ ওভার)
ফলাফল: গুজরাট টাইটান্স ৩ উইকেটে জয়ী (ডিএলএস)

ক্রিফোস্পোর্টস/৭মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট