
বাংলাদেশের পেস বিভাগের অন্যতম প্রধান বোলার তাসকিন আহমেদ ইনজুরিতে ভুগছেন। পায়ের গোড়ালির ইনজুরির কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন তিনি। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেননি। আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজও মিস করতে যাচ্ছেন। তবে জুনে শ্রীলঙ্কা সিরিজে দেখা যেতে পারে এই স্পিডস্টারকে।
পায়ের গোড়ালির চিকিৎসার জন্য গত ২৭ এপ্রিল ইংল্যান্ডে উড়াল দেন তাসকিন। সেখানে তিনজন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। যাদের মধ্যে স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ ছিলেন।
এই তিন বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া সম্মিলিত রিপোর্টে তাসকিনকে নিয়ে মিলেছিল সুখবর। আপাতত গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠতে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি তার। রিহ্যাভ করেই পুনরায় মাঠে ফিরতে পারবেন এই টাইগার পেসার। তবে কবে নাগাদ মাঠে ফিরবেন সেটা নিশ্চিত ছিল না। এবার বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার মাঠে ফেরার সময় জানিয়েছেন।
আরও পড়ুন:
» বার্সা মিডফিল্ডারকে প্রশংসায় ভাসালেন রিয়াল কিংবদন্তি
» কানাডিয়ান প্রিমিয়ার লিগে সপ্তাহসেরা একাদশে বাংলাদেশি সামিত
তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাকভাবে চললে আগামী এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন। এমনটাই জানিয়েছেন দেবাশীষ। ইংল্যান্ডের চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী তাসকিনের সেরে ওঠার জন্য এক মাসের পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে। সেটা ঠিকঠাকভাবে চললে আগামী জুনের প্রথম সপ্তাহেই মাঠে ফিরতে পারবেন তাসকিন।
চলতি মাসে মাঝামাঝি সময়ে শুরু হবে আরব আমিরাত সিরিজ। এই সিরিজ শেষে মে মাসে শেষ সপ্তাহে মাঠে গড়াবে পাকিস্তান সিরিজ, যা শেষ হবে জুনের প্রথম সপ্তাহে। পাকিস্তান সিরিজ শেষে জুনের দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। তবে তার আগেই ইনজুরি থেকে সেরে ওঠার কথা তাসকিনের। সব ঠিক থাকলে এই সিরিজ দিয়েই বাইশ গজে ফিরতে পারেন এই টাইগার পেসার।
ক্রিফোস্পোর্টস/৬মে২৫/বিটি
