
পিএসএলের শেষ দিকে এসে জমে গেছে প্লে-অফের লড়াই। গতকাল রাতে মুলতান সুলতানকে হারিয়ে শেষ চারের দৌড়ে টিকে রয়েছে নাহিদ রানার দল পেশোয়ার জালমি। প্লে অফে যাওয়ার প্রতিযোগিতায় তাদের লড়াই চলবে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের বিপক্ষে।
৬ দলে টুর্নামেন্টে এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কোয়েটা গ্লাডিয়েটর্স। বাকি তিন পজিশনের জন্য লড়াই করছে চার দল। যার মধ্যে করাচি কিংস ও ইসলামাবাদ ইউনাইটেড অনেকটাই এগিয়ে আছে এই দৌড়ে। চতুর্থ দল হিসেবে কারা যাবে তা নিশ্চিত হবে লাহোর ও পেশোয়ারের মুখোমুখি ম্যাচ থেকে।
লাহোর ক্যালান্দার্স এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৯ পয়েন্ট। তাদের বাকি আর মাত্র এক ম্যাচ। অপরদিকে পেশোয়ার জালমি ৮ ম্যাচ থেকে আদায় করেছে ৮ পয়েন্ট। আরো দুই ম্যাচ খেলার সুযোগ রয়েছে তাদের। যার মধ্যে শেষ ম্যাচ হবে লাহোরের বিপক্ষেই।
আরও পড়ুন:
» সেমিফাইনালে রাতে মাঠে নামার আগে সুখবর পেল বার্সেলোনা
» দুই প্রবাসী নিয়ে শিরোপার লক্ষ্যে আজ ভারত যাবে বাংলাদেশ
পেশোয়ার তাদের নবম ম্যাচে যাই করুক না কেন, শেষ ম্যাচে এই দুই দলের মধ্যে যারা জিতবে তারাই এগিয়ে যাবে পয়েন্ট ব্যবধানে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ ম রাতে। তার আগের দিন করাচির বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি। সেই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১০।
এদিকে শেষ ম্যাচে পেশোয়ারকেই হারালে ১১ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করবে লাহোর। অপরদিকে পেশোয়ার সেই ম্যাচ জিতলে, লাহোরের পয়েন্ট ৯ থেকে যাবে। ফলে করাচির বিপক্ষে নবম ম্যাচে হারলেও লাহোরের বিপক্ষে জিতে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাবে পেশোয়ার। অর্থাৎ শেষ দেখায় লাহোর ও পেশোয়ারের জন্য সেটি হতে যাচ্ছে বাঁচা মরার লড়াই।
লাহোরের জার্সিতে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন। যেখানে তিনি শিকার করেছেন ৯ উইকেট। তবে অপরদিকে পেশোয়ারের হয়ে এখন পর্যন্ত পিএসএলে অভিষেক হয়নি গতির মাস্টার নাহিদ রানার। শেষ পর্যন্ত এই দুই টাইগার ক্রিকেটারের মধ্যে কার দল প্লে-অফে যাবে, তা নির্ধারণ করে দেবে দুদলের শেষ ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/৬মে২৫/এফএএস
