Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কায় জয়রথ থামল বাংলাদেশের, বাড়ল সিরিজ জয়ের অপেক্ষা

Bangladesh's winning streak in Sri Lanka comes to an end, the wait for a series win increases
বাংলাদেশকে ২৭ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ছবি- সংগৃহীত

হার দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু পরবর্তীতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টাইগার যুবারা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জয়ের পথ মসৃণ করে রেখেছিল আজিজুল হাকিম তামিমের দল। তবে পঞ্চম ম্যাচে এসেছে থেমেছে সফরকারীদের জয়রথ। তাই সিরিজ জয় নিশ্চিতের জন্য অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।

আজ সোমবার (৫ মে) সিরিজের পঞ্চম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ২৭ রানে হেরেছে বাংলাদেশের যুবারা। এতে ৬ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে আছে যুবা টাইগাররা

কলম্বোতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার যুবারা। প্রথম ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে ১৯৬ রান করে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৬৯ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১৭ রানের মধ্যেই একে একে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার জাওয়াদ আবরার (৭), কালাম আলিন (১) ও আজিজুল হাকিম তামিম (৪)। এরপর রিজান হোসেন ও আবদুল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে দলীয় ৫৪ রানের মাথায় রিজান ফিরে গেলে ভেঙে যায় ৩৪ রানের জুটি।

আরও পড়ুন:

» প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় মিরাজ

» বাংলাদেশ-শ্রীলঙ্কা : একনজরে টেস্ট,ওয়ানডে ও টি-২০ সিরিজের সূচি 

এরপর চতুর্থ উইকেটে দেবাশীষ সরকারের সঙ্গে আরও ৪৫ রানের জুটি গড়েন আবদুল্লাহ। দলীয় ৯৬ রানের মাথায় ফিরে যান দেবাশীষ (২৪)। এর কিছুক্ষণ পরেই তার দেখানো পথে হাঁটেন আব্দুওল্লাহ (৩২)। দ্রুত ২ উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন সামিউন বাসির রাতুল ও ফরিদ ফয়সাল। এই জুটিতে দারুণভাবে এগোতে থাকে সফরকারীরা। এক পর্যায়ে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।

তবে ১৫৬ রানের মাথায় সামিউন আউট হয়ে গেলে ভেঙে যায় ৫১ রানের জুটি। একইসঙ্গে ম্যাচ থেকেও ছিটকে যায় যুবার টাইগাররা। সামিউন ৩৭ রানে ফেরার পর ফরিদ ৩০ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত ১৬৯ রানে থামে সফরকারীদের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে কুগাথাস মাথুলান ৩টি এবং ভিগেনশ্বেরন আকাশ ২টি উইকেট শিকার করেন।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন আধাম হিমলি। বিমাঠ দিনসারা করেন ৪২ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন সামিউন বশির। এছাড়া ২টি করে উইকেট পান রিজান হোসেন, ফারহান শাহরিয়ার ও সাদ ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ১৯৬/৭১০ (৪২.৩ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৬৯/১০ (৪৫ ওভার)
ফলাফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৭ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/৫মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট