
বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। চলমান পাকিস্তান সুপার লিগ- পিএসএলে নতুন রেকর্ডের মালিক রিশাদ।
কয়েকটি ম্যাচে একাদশে সুযোগ পাননি। তবে ম্যাচে ফিরেই বাজিমাত করেছেন রিশাদ। লাহোর কালান্দার্সের সব বোলার যখন রান খরচ করছেন বেহিসাবে,বিলিয়েছেন, তখন লাগাম টেনে ধরেছিলেন রিশাদ। তবে দলের হার রুখতে পারেনি। কিন্তু রেকর্ড ঠিকই গড়েছেন এই লেগি।
পিএসএলে আগে খেলেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে মাহমুদউল্লাহ এবং সাকিব খেলেছিলেন পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে। দুজনেই সমান ৮ উইকেট পেয়েছেন। সাকিব ও মাহমুদউল্লাহর ইকোনমি ৭.৬৬ ও ৭.৯০। এই দুজনকেই দুইয়ে নামিয়ে শীর্ষস্থানে এখন রিশাদ।
আরও পড়ুন
»বাংলাদেশ বনাম পাকিস্তান: এক নজরে টি-টোয়েন্টি সিরিজ সূচি
»আইপিএলের ম্যাচসহ আজকের খেলা (৫ মে ২৫)
১৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৬০ রানের পুঁজি পেয়েছিল লাহোর। বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছে ম্যাচটা। এখন শেষ চার থেকে ছিটকে পড়ার শঙ্কায় শাহিন আফ্রিদির দল।
রিশাদ বোলিংয়ে তিন ওভারে খরচ করেছেন ২৮ রান। নিজের করা প্রথম ওভারে তুলে নেন করাচির টপঅর্ডার ব্যাটার জেমস ভিন্সকে। দ্বিতীয় ওভারে দেন ১৩ রান। শেষ ওভারে ৮ রান খরচ করেন রিশাদ। দলের বাকিদের মাঝে তিনিই দ্বিতীয় কেউ যিনি ১০ এর নিচে (৯.৩৩) ওভারপ্রতি রান দিয়েছেন।
এদিনের এক উইকেটেই রিশাদ ভেঙেছেন সাকিব-মাহমুদউল্লাহর রেকর্ড উইকেট। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে তালিকায় এখন ১১ নম্বরে বাংলাদেশি বোলার। এর আগ বাংলাদেশি হিসেবে পিএসএলে সর্বোচ্চ উইকেট ছিল সাকিব ও রিয়াদের। দুজনেরই শিকার আটটি করে।
গতকাল পর্যন্ত রিশাদের দল লাহোর ৯ ম্যাচে সংগ্রহ করেছে ৯ পয়েন্ট। নাহিদ রানাদের পেশোয়ার জালমি বাকি তিন ম্যাচে সবগুলো জিতলে, গ্রুপপর্বেই শেষ হবে রিশাদের পিএসএল। তবে পেশোয়ার দুয়েকটাতে হারলে সমীকরণ মেলাতে বসতে হবে খাতা-কলম নিয়ে।
ক্রিফোস্পোর্টস/৫মে২৫/এজে/এনজি
