
চলতি মাসে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে টাইগাররা পাড়ি জমাবে পাকিস্তানের উদ্দেশ্যে। যেখানে অপেক্ষায় থাকছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে ঘোষণা হয়েছে উভয় সিরিজের সময়সূচি।
আগে জানা গিয়েছিল টি-টোয়েন্টি ফরমেটে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। এবার আসন্ন সিরিজেই দেখা যেতে পারে সংক্ষিপ্ত এই ফরমেটে বাংলাদেশের নতুন অধিনায়ক। যেখানে সব থেকে বেশি এগিয়ে আছে লিটন কুমার দাসের নাম।
অবশ্য টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ভালোভাবে আলোচনায় ছিলেন তাসকিন আহমেদ। তবে ইনজুরির কারণে আপাতত তাকে নিয়ে সেই ভাবনা আর নেই বিসিবির। তাওহীদ হৃদয় আলোচনায় থাকলেও সম্প্রতি ডিপিএলে ঘটে যাওয়া বেশ কিছু নেতিবাচক ঘটনায় অনেকটাই ভাটা পড়েছে তার সম্ভাবনা।
আরও পড়ুন:
» দেশি কোচদের ওপর আস্থা রাখতে চান ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার
» অভিষেক ম্যাচেই স্বপ্নভঙ্গ বার্সেলোনার তরুণ বিস্ময়বালকের
আজ রোববার বিকেলে ঘোষনা হতে পারে আসন্ন দুই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড। সেখানেই জানা যাবে বাংলাদেশের টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের নাম। ধারণা করা হচ্ছে লিটন দাসের উপরেই আস্থা রাখতে পারে বিসিবি। এর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার হাত ধরেই সাফল্য পেয়েছিল বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ এবং ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে টাইগাররা। ২৫ এবং ২৭ মে প্রথম দুই ম্যাচ ফয়সালাবাদে। এরপর বাকি তিন ৩০ মে, ১ জুন এবং ৩ জুন হবে রাওয়ালপিন্ডিতে।
আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য স্কোয়াড–
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ/নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।
ক্রিফোস্পোর্টস/৪মে২৫/এফএএস
