Connect with us
ফুটবল

মেসি-সুয়ারেজদের গোলে বড় জয় পেল মায়ামি

Inter Miami won with Messi and Suarez's goal
মেসি-সুয়ারেজের গোলে মায়ামির গোল। ছবি- সংগৃহীত

মেজর লিগ সকারে বড় জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। যেখানে দর্শকদের কাছে জয়ের আনন্দ দ্বিগুণ হয়েছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে। দুই তারকার নৈপুণ্যে নিউইয়র্ক রেড বুলসকে ৪-১ গোলে পরাজিত করে মায়ামি।

এর আগে টানা তিন ম্যাচে পরাজয়ের বৃত্তে আটকে ছিল ইন্টার মায়ামি। আজ ভোরে ঘরের মাঠ ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নেমেছিল মেসির দল। এদিন বড় জয়ে মেসি ও সুয়ারেজ ছাড়াও স্বাগতিকদের হয়ে গোল করেন পিকল্ট ও মার্সেলো ওইনগাড।

এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ৯ম মিনিটে সুয়ারেজের বাড়ানো বল থেকে গোল করে দলকে লিড এনে দেন পিকল্ট। এরপর ম্যাচের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মার্সেলো ওইনগাড। আর ৩৯ মিনিটে নিজেই গোল করে দলকে ৩-০ ব্যবধানের লিড এনে দেন সুয়ারেজ। 

আরও পড়ুন:

» পিছিয়ে পড়া ম্যাচে জয় তুলে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

» দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়া জাওয়াদের লক্ষ্য বিশ্বকাপ

বিরতির ঠিক আগ মুহূর্তে নিউইয়র্কের হয়ে একটি গোল শোধ করেন চুপো মটিং। এতে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি। বিরতির পরেও দাপট ধরে রাখে স্বাগতিকরা। ম্যাচের ৬৭তম মিনিটে দেখা যায় মেসি ম্যাজিক।

একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে একাই বল নিয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের ডি-বক্সে। পোস্টের একদম সামনে থেকে জোড়ালো শটে গোলরক্ষককে ফাঁকি দেন মেসি। এতে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

ক্রিফোস্পোর্টস/৪মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল