
রিয়াল ভায়াদোলিদের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল লা লিগার টেবিল টপার বার্সেলোনা। প্রথমার্ধে সমতায় ফিরতে না পারলে হারের শঙ্কা জাগে কাতালানদের। তবে একাধিক বদলি করিয়ে দ্বিতীয়ার্ধে দারুন ভাবে ঘুরে দাঁড়ায় বার্সা। ২-১ গোলের জয়ে লিগের শীর্ষস্থান মজবুত করল তারা।
গতকাল শনিবার রাতে একাধিক তারকাকে বেঞ্চে রেখে শুরুর একাদশ নিয়ে মাঠে নামে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে এই কৌশলে সুবিধা করতে না পেরে দ্বিতীয় আর্ধে বেশ কিছু খেলোয়াড় বদলি করে বার্সা। তেমনি বদলি নামা ফুটবলার রাফিনহার গোলে ম্যাচের ৫৪তম মিনিটে সমতায় ফিরে সফরকারীরা।
এর ছয় মিনিট বাদেই বার্সেলোনাকে লিড এনে দেন ফেরমিন লোপেজ। শেষ পর্যন্ত আর কোন দল গোলের দেখা না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এতে টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল তারা। ৩৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৯। আর এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট রিয়ালের।
আরও পড়ুন:
» দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়া জাওয়াদের লক্ষ্য বিশ্বকাপ
» রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (৪ মে ২৫)
দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা বার্সা গোলরক্ষক টের স্টেগেন বলেন, ‘১-০ গোলে পিছিয়ে পড়লে যে কোনও দলের জন্য কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তাদের কিছুই হারানোর ছিল না। আজ রাতে অনেক লড়েছে তারা, তাদের সঙ্গে ছিল ভক্তরা। কিন্তু আমাদের যেটা করার দরকার সেটা করেছি, ম্যাচ জিতেছি, এখন আমাদের এগিয়ে যেতে হবে।’
ক্রিফোস্পোর্টস/৪মে২৫/এফএএস
