Connect with us
ক্রিকেট

শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ২৩ বছরের ব্যাটার

sai sudharsan and sachin tendulkar
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেম ২৩ বছরের সুদর্শন। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে দুর্দান্ত খেলছেন গুজরাট টাইটান্সের তরুণ ওপেনার সাই সুদর্শন। প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন তিনি। ইতোমধ্যে ছুঁইয়েছেন ৫০০ রানের ঘর এবং চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সূর্যকুমার যাদবকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। এছাড়া বেশ কয়েকটি কীর্তিও গড়েছেন এই ২৩ বছর বয়সী ওপেনার।

শুক্রবার (২ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৩ বলে ৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সুদর্শন। এই ইনিংসের মধ্য দিয়ে আইপিএলে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একইসঙ্গে স্বীকৃত টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই দুটি মাইলফলকের মধ্য দিয়ে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দুটি রেকর্ড ভেঙেছেন এই তরুণ।

আইপিএলে মাত্র ৩৫ ইনিংস খেলে দেড় হাজার রান পূর্ণ করেছেন সুদর্শন। যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে শচীন টেন্ডুলকার ও রুতুরাজ গায়কোয়াড়ের দখলে ছিল। দুজনেই সমান ৪৪ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

আরও পড়ুন:

» জিম্বাবুয়ে সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা ইংল্যান্ডের

» আনচেলত্তিকে পেতে অপেক্ষার সময়সীমা জানাল ব্রাজিল

অন্যদিকে স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্রুততম সময়ে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি এতদিন টেন্ডুলকারের দখলে ছিল। তবে আজ সেটি ভেঙে দিয়েছেন সুদর্শন। দুই হাজার রান পূর্ণ করতে টেন্ডুলকারের লেগেছিল ৫৯ ইনিংস। তবে এই কিংবদন্তির চেয়ে ৫ ইনিংস (৫৪ ইনিংস) কম খেলেই এই মাইলফলক স্পর্শ করেছেন সুদর্শন।

অবশ্য গোটা বিশ্বে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন সুদর্শন। এর আগে অস্ট্রেলিয়ার শন মার্শ ৫৩ ইনিংস খেলেই দুই হাজার রান পূর্ণ করেছিলেন।

প্রসঙ্গগত, চলতি আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক সুদর্শন। ১০ ইনিংসে ৫০.৪০ গড় ও ১৫৪.১৩ স্ট্রাইক রেটে ৫০৪ রান করেছেন এই তরুণ ব্যাটার। চলতি আসরের লিগ পর্বে এখনো গুজরাটের ৪ ম্যাচ বাকি।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট