Connect with us
ক্রিকেট

‘আমরা তারকা ক্রিকেটার কিনি না, তৈরি করি’

Vaibhav Suryavanshi_RR
আইপিএলের সবচেয়ে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ছবি- এপি

এবারের আইপিএলের মেগা নিলামে মাত্র ১৩ বছর বয়সী ক্রিকেটারকে কোটি টাকায় দলে ভিড়িয়ে ক্রিকেট পড়ায় হইচই ফেলে দিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে নিলামে তাক লাগিয়ে দিলেও মাঠে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি দলটি। যে কারণে চলতি আইপিএল থেকে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়নদের।

বৃহস্পতিবার (১ মে) মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরে চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে রাজস্থানের। এতে করে আরও একটি ব্যর্থ মিশন শেষ হয়েছে দলটির। সবশেষ আসরে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বিদায় নিয়েছিল রাজস্থান। তবে এবার লিগ পর্ব থেকেই ছিটকে গেছে রিয়ান পরাগের নেতৃত্বাধীন দলটি।

রাজস্থানের এমন ব্যর্থতার পেছনে অনেকেই দলে অভিজ্ঞ ক্রিকেটারের ঘাটতি দেখছেন। কেননা জস বাটলার-ট্রেন্ট বোল্টদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছেড়ে বেশিরভাগ তরুণদের নিয়েই দল গড়েছিল ফ্রাঞ্চাইজিটি। তবে তরুণদের নিয়ে ব্যর্থ হওয়ার পর দল গঠন নিয়ে প্রশ্ন উঠেছে।




আরও পড়ুন:

» বাংলাদেশ সফরে আসতে চায় না ভারত! কি বলছে বিসিবি

» বিতর্কিত মন্তব্য করে বড় দুঃসংবাদ পেলেন ভারতীয় ক্রিকেটার


যদিও এ নিয়ে ভাবছেন না রাজস্থানের ফিল্ডিং কোচ ইয়াগনিক। তার দাবি, রাজস্থান তারকা ক্রিকেটারদের দলে ভেড়ায় না, দলে যোগ দেওয়ার পরেই তারা তারকা হন। তিনি বলেন, ‘আমাদের দলে যখন কোনো নতুন খেলোয়াড় এসেছে, তারা তারকা হয়ে আসেনি। তারা আমাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করার পরই তারকা হয়েছেন।’

তবে এবারের আসরে রাজস্থান ব্যর্থ হলেও ইয়াগনিক আশাবাদী আগামীতে এই তরুণরাই তারকা হবেন এবং দলকে ভালো কিছু উপহার দেবেন। তিনি বলেন, ‘বর্তমান দল নিয়ে আমরা অনেক আত্মবিশ্বাসী। আশাকরি তারা একদিন বড় তারকা হবে এবং দলের জন্য ভালো কিছু করতে পারবে। আমরা তাদের তারকা বানাবো। আমরা সুপারস্টার কিনি না, সুপারস্টার তৈরি করি। এটাই আমাদের ট্যাগলাইন।’

এবারের আসরে রাজস্থান ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে দলে ভিড়িয়েছেন। যিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার (১৪ বছর) হিসেবে অভিষিক্ত হয়েছেন। দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই তরুণ। ৪ ম্যাচে এক সেঞ্চুরিসহ ১৫১ রান করেছেন তিনি। এবারের আইপিএলে হয়ত তিনিই রাজস্থানের সবচেয়ে ভালো ডাক। এছাড়া যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়রাও রাজস্থানে এসেই তারকা হয়েছেন।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট