Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সফরে আসতে চায় না ভারত! কি বলছে বিসিবি

Bangladesh_India series
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ছবি- সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার প্রভাব নিয়মিতই পড়ছে দুটি দেশের ক্রিকেটে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া হামলার ঘটনা দুটি দেশের ক্রিকেটে নতুন করে প্রভাব ফেলেছে। তবে এবার ভারত-পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটেও!

ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র দাবি, আগামী আগস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফর করতে চায় না ভারত। ভারত-পাকিস্তান সীমান্তে চলমান সাম্প্রতিক উত্তেজনার কারণেই এই সিরিজটি স্থগিত হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যমটি। এর ফলে ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘এই সফর ক্যালেন্ডারের অংশ হিসেবে হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি।’

আরও পড়ুন:

» বাংলাদেশ সফরে দল পাঠাতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড

» ভারতে দেখা যাচ্ছে না ৪ পাকিস্তানি ক্রিকেটারের ইনস্টাগ্রাম! 

তবে ভারতীয় এই সংবাদমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বিসিবির অপারেশনস বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম।

দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে ফাহিম জানিয়েছেন, আগস্টে ঘরের মাঠে বাংলাদেশ-ভারত সিরিজটি মাঠে গড়ানো নিয়ে কোনো ইস্যু তৈরি হয়নি । এ নিয়ে বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

উল্লেখ্য, আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় (এফটিপি) চলতি বছরের আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে ভারত। ইতোমধ্যে সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। আগামী ১৭ আগস্ট মাঠে গড়াবে এই সিরিজ এবং শেষ হবে ৩১ আগস্ট।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট