Connect with us
ফুটবল

আনচেলত্তিকে পেতে অপেক্ষার সময়সীমা জানাল ব্রাজিল

789
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

বিভিন্ন সময় কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে চেষ্টা চালিয়েছিল ব্রাজিল। তবে কখনও সফল হতে পারেনি দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তবে এবার রিয়াল ছাড়তে যাচ্ছেন এই কিংবদন্তী কোচ। আর তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাকে দিয়ে কোচের অভাব পূরণ করতে চায় ব্রাজিল।

এবারের চুক্তি যখন অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল, তখন বাধ সেধেছে আনচেলত্তি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার আর্থিক জটিলতা। যার জন্য খুব সহসাই এই কোচকে পাচ্ছে না ব্রাজিল। রিয়ালে চুক্তির বাকি এক বছর পার করেও আসতে পারেন আনচেলত্তি, মনে করছেন অনেকে। তাই ব্রাজিল এবারও পাচ্ছে না এই কোচকে, এমনটাই ধারণা করা হচ্ছে।

তবে এবার আর পিছু হটতে চায় না সিবিএফ। ঘটনার শেষ পর্যন্ত দেখতে চায় তারা। তাই আনচেলত্তিকে দলে পেতে নিজেদের অপেক্ষার সময়সীমা আরও বাড়িয়েছে দলটি। ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, লা লিগার চলতি মৌসুমে রিয়ালের শিরোপা দৌড়ে ভাগ্য নির্ধারিত হওয়া পর্যন্ত আনচেলত্তিকে পেতে অপেক্ষা করতে ইচ্ছুক ব্রাজিল।

আরও পড়ুন:

» বাংলাদেশ সফরে আসতে চায় না ভারত! কি বলছে বিসিবি

» বাংলাদেশ সফরে দল পাঠাতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড

লা লিগায় এখনো রিয়াল মাদ্রিদের পাঁচটি ম্যাচ বাকি। সমান সংখ্যক ম্যাচ খেলেছে বার্সেলোনাও। বর্তমানে বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। ১১ মে মৌসুমের শেষ এল ক্লাসিকো খেলবে রিয়াল-বার্সা। লা লিগায় রিয়ালের শেষ ম্যাচ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। যা অনুষ্ঠিত হতে পারে ২৪ বা ২৫ মে।

আনচেলত্তিতে পেতে আগামী ২৬ মে পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল। এদিকে রিয়ালের সঙ্গে ২০২৬ এর জুন পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। তবে গেল কিছুদিনের পারফরম্যান্স বিবেচনায় তাকে ছেড়ে দিতে চায় রিয়াল। যদিও কবে নাগাদ ছাড়বে তা নিয়ে কোন নিশ্চয়তা দেয়নি দল। আর আনচেলত্তি নিজে থেকে চাকরি ছাড়লে বাকি এক বছরের টাকা পাবেন না। আর তাই নতুন চুক্তি করতে পারছে না ব্রাজিল।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল