Connect with us
ফুটবল

তিন ম্যাচ খেলতে এশিয়া সফরে আসছে মেসির আর্জেন্টিনা

Argentina with Lionel Messi
আর্জেন্টিনা দল। ছবি- সংগৃহীত

আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের বাধা অনেকটাই পেরিয়ে গেছে আর্জেন্টিনা। সূচি অনুযায়ী বিশ্বকাপের আগে কোন ম্যাচ ছিল না দলটির। তবে নিজেদের ঝালিয়ে নিতে ফিফা উইন্ডোতে একাধিক ম্যাচ আয়োজন করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। যেখানে অক্টোবরে এশিয়া সফরে আসার কথা রয়েছে আর্জেন্টিনার।

দেশটির ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তারপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা সফর শেষে আবারও মেসিরা ফিরবে এশিয়ার আরেক দেশ কাতারে।

জানা গেছে প্রথম ধাপে অক্টোবর মাসে চীন সফরে দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেখানে স্বাগতিক দেশ বাদেও ভিন্ন আরেকটি দেশের সঙ্গে খেলতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত চীন ও কাতার সফরের দিনক্ষণ চূড়ান্ত না হলেও প্রীতি ম্যাচগুলো আয়োজন করতে উভয় দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আরও পড়ুন:

» দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

» নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন না মুস্তাফিজ, বদলি থাকছেন কে?

লাতিন আমেরিকা থেকে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত খেলা ১৪ ম্যাচের ১০টিতেই জয় তুলে নিয়েছে আলবিসিলেস্তেরা। আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের খেলার মধ্যে ব্যস্ত রাখতে চায় দলটি।

উল্লেখ্য, আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১১ নভেম্বর নিজেদের মাঠে মেসির দল আর্জেন্টিনাকে আতিথ্য দেবে দেশটি। এর আগে অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন ও এরপর নভেম্বরেই কাতার সফরে সবমিলিয়ে তিন ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে সবগুলো ম্যাচেই খেলবেন মেসি।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল