Connect with us
ক্রিকেট

‘ট্রফি না জিতলে ৫-৬শ রান করে কী লাভ!’ জবাব দিলেন রোহিত

rohit sharma
রোহিত শর্মা। ছবি- সংগৃহীত

এক সময় আইপিএলের সফলতম অধিনায়কদের একজন হিসেবে পরিচিত ছিলেন রোহিত শর্মা। ব্যাট হাতেও ছিলেন নিয়মিত রানসৈনিক। তবে সাম্প্রতিক কিছু আসরে বদলে গেছে ছবি—না তিনি আর অধিনায়ক, নাই রয়েছেন সর্বাধিক রান সংগ্রাহকদের শীর্ষ তালিকায়।

এই পারফরম্যান্স নিয়ে কটাক্ষ এসেছে সোশ্যাল মিডিয়ায়, এমনকি প্রাক্তনদের দিক থেকেও। তবে এবার ব্যাট হাতে জবাব দিলেন রোহিত, বোঝালেন ব্যক্তিগত রানের চেয়ে দলের জয়ই তার মূল লক্ষ্য।

রাজস্থানের বিপক্ষে ৫৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলার পর রোহিত বলেন, আমি কখনও নির্দিষ্ট পরিমাণ রান করাকে লক্ষ্য করি না। আমার আসল লক্ষ্য হলো দলকে জয় এনে দেওয়া। যদি ৫০০-৬০০ রান করেও দল ট্রফি না জেতে, তাহলে সেই রানের কী দাম?


আরও পড়ুন

» আনচেলত্তিকে পাওয়ার চেষ্টায় কোমর বেঁধে নেমেছে ব্রাজিল

» দুর্দান্ত ফর্মে থাকা পাঞ্জাব শিবিরে বড় ধাক্কা


২০১৯ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক হয়েও ভারতের শিরোপা জেতা হয়নি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্যাটিংয়ের ধরন বদলেছেন রোহিত

তিনি বলেন, ২০১৯ বিশ্বকাপ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আপনি যত রানই করুন না কেন, যদি দল ফাইনালে না উঠতে পারে বা ট্রফি না জেতে, তাহলে তা বৃথা। হয়তো ব্যক্তিগতভাবে ভালো কিন্তু দলীয় সাফল্যের জায়গায় তেমন কিছুই না।

উদাহরণ দিয়ে রোহিত বলেন, মুম্বই ইন্ডিয়ান্স যখন আইপিএলে ট্রফি জিতেছে, তখন কোনো ব্যাটারই অরেঞ্জ ক্যাপ পাননি। অর্থাৎ, দলীয় জয় আসতে হলে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে সামষ্টিক সাফল্য বেশি গুরুত্বপূর্ণ।

তুলনা টেনে আসছে বিরাট কোহলির প্রসঙ্গও। রোহিতের সময়কার আরেক তারকা কোহলি নিয়মিতই অরেঞ্জ ক্যাপ দৌড়ে থাকেন, একাধিকবার ৭০০+ রান করেছেন। অথচ তার দল আরসিবি কখনও ট্রফি জেতেনি। রোহিত কি এই কথার মাধ্যমে ঘুরিয়ে কোহলিকে ইঙ্গিত করলেন?

সম্ভবত না। রোহিত ও কোহলি দুজনেই দীর্ঘদিনের বন্ধু। রোহিতের বক্তব্য ছিল নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা—ব্যক্তিগত সাফল্য নয়, দলের জয়ই আসল।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/আইএএইচআর/এনজি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট