
আইপিএল ২০২৫ মেগা নিলামের একদিন পর দারুণ এক কীর্তি গড়েছিলেন উর্ভিল প্যাটেল। ২৬ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার গুঁড়িয়ে দেন ক্রিস গেইল, রিশভ পান্তদের মত ক্রিকেটারদের দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড। অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়ে এবার চেন্নাই সুপার কিংসের নজর কাড়লেন উর্ভিল।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে সেঞ্চুরি করেছেন গুজরাটের এই ক্রিকেটার। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বনিম্ন বলে সেঞ্চুরি হাকানোর রেকর্ড গড়লেন উর্ভিল। যেখানে তিনি পেছনে ফেলেছেন ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড। এছাড়া এতদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি ছিল রিশভ পান্তের ৩২ বলে।
টেস্ট খেলুড়ে দেশগুলোর বাইরে সকল দেশের হিসেব করলে মাত্র ১ বলের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড হাতছাড়া হয়েছে তাঁর। সংক্ষিপ্ত ফরমেটে সব থেকে কম ২৭ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। তার পেছনেই আছেন উর্ভিল প্যাটেল।
আরও পড়ুন:
» দলকে জিতিয়েও শাস্তির মুখে পড়লেন ভারতীয় ক্রিকেটার
» পিএসএল ২০২৫ : মুলতানের বিপক্ষে লিটনদের করাচির বড় জয়
অসাধারণ এমন নজির গড়ার পরেও আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি পরিবর্ত ক্রিকেটার হিসেবেও উর্ভিলকে খেলার সুযোগ করে দেয়নি। ফলে অনেকটাই দুর্ভাগা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হচ্ছিল তাকে। অবশেষে উর্ভিলের পাশে দাঁড়াল চেন্নাই সুপার কিংস। মৌসুমের মাঝপথেই তাঁকে ট্রায়ালে ডাকল ফ্র্যাঞ্চাইজিটি।
ইএসপিএন-ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর চেন্নাইয়ের ট্রায়ালের বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি শুনলাম সিএসকে মুস্তাক আলিতে গোটা দু’য়েক সেঞ্চুরি করা উর্ভিল প্যাটেলকে ডেকেছে। ওকে কেউ দলে না নেওয়ায় আমি অবাক হয়েছিলাম। এমনকি আয়ুষ মাত্রেও ওর থেকে আগে ডাক পায়। ওকে ট্রায়ালে ডাকা হয়েছে।’
ক্রিফোস্পোর্টস/১মে২৫/এফএএস
