
গতকাল চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে বিদায় করে প্লে অফের দৌড়ে রয়েছে পাঞ্জাব কিংস। গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতাতে বিশেষ ভূমিকা রেখেছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে এবার ম্যাচ শেষে শাস্তির মুখে পড়লে এই ভারতীয় ক্রিকেটার।
মূলত স্লো ওভার রেটের কারণে আর্থিক জরিমানার মুখে পড়েছেন আইয়ার। এতে করে ম্যাচ শেষে ১২ লক্ষ রুপি জরিমানা গুনতে হয়েছে তাকে। অবশ্য ম্যাচে জয়ের নায়ক ছিলেন তিনি নিজেই। রান তাড়া করতে নেমে ঝড়ো ফিফটি করায় ম্যাচ সেরা হয়েছিলেন আইয়ার।
আজ বৃহস্পতিবার আইপিএলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রেয়াস আইয়ারের এই শাস্তির বিষয়ে নিশ্চিত করা হয়।
আরও পড়ুন:
» শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত
» সামিতকে খেলাতে আরেক ধাপ এগিয়ে গেল বাফুফে
গতকাল চেন্নাইয়ের বিপক্ষে শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছে পাঞ্জাব। এতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। এদিন প্রতিপক্ষের দেয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ বলে ৭২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন আইয়ার।
এর আগে প্রথম ইনিংসে বোলিংয়ের সময় নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার সম্পন্ন করতে পারেনি পাঞ্জাব। এতে করে নিয়ম অনুযায়ী মাঠের শাস্তি হিসেবে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে পেরেছিল দলটি। যদিও মাঠের ক্রিকেটে তা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।
ক্রিফোস্পোর্টস/১মে২৫/এফএএস
