Connect with us
ফুটবল

সামিতকে খেলাতে আরেক ধাপ এগিয়ে গেল বাফুফে

Shamit shome
সামিত সোম। ছবি- সংগৃহীত

কিছুদিন আগেই বাংলাদেশ দলের হয়ে খেলতে সম্মতি জানিয়েছিলেন কানাডার ফুটবলে খেলা সামিত সোম। এরপর আনুষ্ঠানিক ভাবে তাকে দলে পেতে প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার সামিতের লাল-সবুজের জার্সিতে খেলতে গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।

সামিতকে খেলাতে কানাডা ফুটবল ফেডারেশনের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছে বাফুফে। আজ বৃহস্পতিবার সকালে সামিতকে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য অনাপত্তিপত্র পাঠিয়ে চিঠি এসেছে কানাডা থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।


আরও পড়ুন:

» জিতলেও টপ অর্ডারের ব্যাটিং নিয়ে চিন্তিত হাবিবুল বাশার

» তৃতীয় চিকিৎসকের পরামর্শের অপেক্ষায় তাসকিন


সামিতের অনাপত্তিপত্র পাওয়ার বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘আজ সকালে আমরা কানাডা ফুটবল ফেডারেশনের চিঠি পেয়েছি। সামিত কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচে কত মিনিট, কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন এর সম্পূর্ণ বিবরণ রয়েছে।’ 

অনাপত্তিপত্র পাওয়ার পর এবার বাফুফে সামিতের পার্সপোর্টের আবেদন করবে বলে জানিয়েছেন ফাহাদ, ‘আগামীকাল তার পাসপোর্টের জন্য আবেদন করার কথা। পাসপোর্ট হওয়ার পর ফিফায় আবেদন করা হবে। ১০ জুন ঢাকায় তাকে ম্যাচ খেলানোর জন্য ফেডারেশন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, পাসপোর্টের পর সাধারণত এই অনাপত্তিপত্র আবেদন করা হয়। তবে সামিত যেহেতু কানাডার হয়ে খেলবেন না এবং বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন, তাই পাসপোর্টের জন্য অপেক্ষা না করে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছিল বাফুফে। 

ক্রিফোস্পোর্টস/১মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল