Connect with us
ক্রিকেট

তৃতীয় চিকিৎসকের পরামর্শের অপেক্ষায় তাসকিন

Taskin Ahmed
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

গেল রোববার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তাসকিন আহমেদ। গোড়ালির চোটের জন্য উন্নতর চিকিৎসা নিতে গিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই পোস্ট করে সে বিষয়ে জানিয়েছিলেন তাসকিন। যার কারণে ঘরের মাঠে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ খেলা হয়নি এই টাইগার পেসারের।

গেল ২৯ ও ৩০ এপ্রিল দুইজন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তাসকিন। এরপর আরও একজন চিকিৎসক দেখাবেন তিনি। পরবর্তীতে তিন চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে গোড়ালির চিকিৎসা হবে এই টাইগার তারকার।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানিয়েছেন, ‘দুইজন স্পোর্টস ফিজিশিয়ান দেখিয়েছে তাসকিন। এরপর আজ আরও একজন আজকে দেখানো হবে। তারপর তিন জন ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’


আরও পড়ুন:

» ২০২৬ বিশ্বকাপের সাতটি ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হবে লর্ডসে

» আইসিসি থেকে সুখবর উড়ে এলো মিরাজ-জাকের ও মুমিনুলের কাছে


দেশ ছাড়ার আগে তাসকিন পোস্ট করে লিখেছিলেন ‘আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমার জন্য আপনারা দোয়া করবেন।’

এদিকে আগে জানা গিয়েছিল বাঁ পায়ের গোড়ালির হাড় অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে তাসকিন আহমেদের। ধারণা করা হচ্ছিল উন্নত চিকিৎসা নিলেও বৃদ্ধি পাওয়া হাড় নিয়েই চলতে হবে তাকে। এবার দেখার বিষয় ইংল্যান্ডের চিকিৎসকরা কী পরামর্শ দেন এই টাইগার ক্রিকেটারকে।

ক্রিফোস্পোর্টস/১মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট