
শ্রীলঙ্কা সফরে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে শেষ দুই ম্যাচে টানা জয় নিয়ে ছয় ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। বুধবার (৩০ এপ্রিল) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে যুবা টাইগাররা।
এদিন কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে বাগড়া দেয় বৃষ্টি। যে কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আবারও বৃষ্টি হানা দেওয়ার আগে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ফলে বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পায় আজিজুল হাকিম তামিমের দল।
আরও পড়ুন:
» বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার পুরস্কার পেলেন জিম্বাবুয়ের ক্রিকেটার
» আইপিএল ২০২৫ : শেষ চারে যেতে কার সামনে কী সমীকরণ?
এদিন ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ২০ রানের মাথায় ফিরে যান কালাম সিদ্দিকী (৬)। এরপর মাঠে আসেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অনেকটা দ্বিতীয় ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে দারুণ এক জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার রানআউটের শিকার হয়ে ফিরে গেলে ভেঙে যায় ৬৫ রানের জুটি। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৩৮ রান। এরপর রিজান হোসেনকে নিয়ে ২৮ ওভারের খেলা শেষ করেন আজিজুল। এই জুটি থেকে আসে ৫৫ রান। আজিজুল ৮৪ বলে ৬৭ এবং রিজান ২৮ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার হয়ে একটি উইকেট শিকার করেন সঞ্জু নিন্দুওয়ারা।
জবাবে ব্যাট করতে নেমে ফাহাদ-ইমনদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। দলীয় ১০৭ রানের মাথায় ৭ উইকেট হারায় স্বাগতিকরা। তবে ইনিংসের ২২ ওভারে মাথায় আবারও বাগড়া দেয় বৃষ্টি। ফলে বৃষ্টি আইনে এগিয়ে থেকে জয় নিশ্চিত হয় যুবা টাইগারদের।
বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ফাহাদ ও আজিজুল। এছাড়া একটি করে উইকেট নেন ইমন, বাসির ও ফারহান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৪৪/২ (২৮ ওভার)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ১২০/৭ (২২ ওভার)
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী (ডিএলএস)
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/বিটি
