
সিলেট টেস্টের জিম্বাবুয়ের কাছে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছিল বাংলাদেশ। তবে এবার চট্টগ্রামে সেই হারের প্রতিশোধ নিলো টাইগাররা। তবে এতে যে প্রথম ম্যাচের কৃতিত্ব হারিয়ে যায়নি সফরকারীদের। সিলেট টেস্টের ম্যাচ সেরা ব্লেসিং মুজারাবানি এবার পুরস্কার পেয়েছেন আইসিসির কাছ থেকে।
প্রথম টেস্টে ৩ উইকেটের জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। যেখানে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ৯ উইকেট একাই শিকার করেছিলেন মুজারাবানি। এবার টাইগারদের বিপক্ষে ভালো খেলার পুরস্কার হিসেবে টেস্ট রেঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই জিম্বাবুয়ান পেসার।
গতকাল আইসিসি হালনাগাদকৃত টেস্ট রেঙ্কিংয়ে বোলারদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে ১৫তম অবস্থানে উঠে এসেছেন মুজারাবানি। যেখানে তার রেটিং পয়েন্ট ৭০৫।
আরও পড়ুন:
» ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা মিরাজ
» জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশ
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৫০ রান খরচায় ৩ উইকেট এবং ৭২ রান খরচায় ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। মুজারাবানির পাশাপাশি জিম্বাবুয়ের আরেক বোলার ওয়েলিংটন মাসাকাদজাও ছিলেন আলোচনায়। তিনি নিয়েছেন ৫ উইকেট। ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের রেঙ্কিংয়ে তিনি আছেন ৬৮ নম্বরে।
এদিকে ইতোমধ্যে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যেখানে মিরাজ একই সাথে তুলেছেন সেঞ্চুরি এবং ফাইফার। শতক হাকিয়েছেন সাদমান ইসলামও। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। অবশ্য এই ম্যাচ শেষে এখন পর্যন্ত আইসিসি তাদের রেকিং হালনাগাদ করেনি।
ক্রিফোস্পোর্টস/৩০ এপ্রিল২৫/এফএএস
