
টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ দল। এবার দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। এর আগে মেহেদী হাসান মিরাজ ও সাদমান ইসলামের সেঞ্চুরিতে ভর করে ৪৪৪ রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। ফলে ২১৭ রানে পিছিয়ে থেকে মাঠে নামে সফরকারীরা।
তবে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের বোলিং ঘূর্ণিতে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ব্যাট হাতে দারুন সেঞ্চুরি এরপর হাতেও নিজের কারিশমা দেখান মিরাজ। তুলে নিয়েছেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ৫ উইকেট। প্রথম ইনিংসে ছয় উইকেটের পর এবার ৩ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম।
আরও পড়ুন:
» চার বছর পর মিরাজের সেঞ্চুরিতে অভিনন্দন জানালেন তামিম
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রান সংগ্রহ করতে পেরেছিল জিম্বাবুয়ে। সেখানে একাই প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধুসিয়ে দিয়েছিলেন তাইজুল ইসলাম। এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষ বেলায় পরপর কিছু উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকদমরা।
সংক্ষিপ্ত স্কোরকার্ড—
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪৪/১০
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১১১/১০
ফলাফল: ১০৬ রান ও ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়।
ক্রিফোস্পোর্টস/৩০ এপ্রিল২৫/এফএএস
