Connect with us
ক্রিকেট

চার বছর পর মিরাজের সেঞ্চুরিতে অভিনন্দন জানালেন তামিম

Tamim Iqbal congrats Mehedi Hasan Miraz after made century
মিরাজের সেঞ্চুরিতে অভিনন্দন জানালেন তামিম। ছবি- সংগৃহীত

২০২১ সালে এই চট্টগ্রামের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়ে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ চার বছর পর একই স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি তুলে নিলেন নিজের টেস্ট শতক। দলের গুরুত্বপূর্ণ সময়ে মিরাজের এই সেঞ্চুরি ছিল অত্যন্ত প্রয়োজনীয়।

গতকাল দিনের শেষ বেলায় পরপর কিছু উইকেট হারিয়ে চাপে ছিল বাংলাদেশ দল। তবে মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে ৪৪৪ রানের বিশাল সংগ্রহ পেয়েছে টাইগাররা। মিরাজের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সাবেক সতীর্থ ক্রিকেটার তামিম ইকবাল।

টাইগার অলরাউন্ডার মিরাজ সেঞ্চুরি হাকানোর পর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্ট করে তাকে অভিনন্দন জানিয়েছেন তামিম। যেখানে সাবেকে এই ওপেনার লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন মিরাজ। দলের গুরুত্বপূর্ণ সময়ে এমন সেঞ্চুরি তোমার প্রাপ্য ছিল।’

আরও পড়ুন:

» আগামী মাসে পাকিস্তান সফর, প্রকাশিত হলো সিরিজের সময়সূচি

» তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ে, ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি

সেঞ্চুরি হাঁকানোর দিনে আরও এক দুর্দান্ত কীর্তি করেছেন মেহেদী হাসান মিরাজ। বিশ্বের ২৬তম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। যে কীর্তি ঘুরতে সাকিব আল হাসানের প্রয়োজন হয়েছিল ৫৪ টেস্ট, সেই কীর্তি এক ম্যাচ কম খেলেই গড়লেন মিরাজ।

ক্রিফোস্পোর্টস/৩০ এপ্রিল২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট