 
																												
														
														
													চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করে জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসের শুরুতেও ধরে রেখেছেন নিজের ধারাবাহিকতা। একই ওভারে পরপর দুই উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছেন সফরকারীদের।
তৃতীয় দিন চা পানের বিরতির পূর্বে ৯ ওভার ব্যাট করার সুযোগ পায় জিম্বাবুয়ে। যেখানে মাত্র ১৭ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে ক্রেগ আর্ভিনের দল। আর ইনিংসের সপ্তম ওভারে এসে দুই উইকেটে তুলে নিয়েছেন তাইজুল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে ২১৭ রানে পিছিয়ে ছিল জিম্বাবুয়ে। চা পানের বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ২০০ রানে পিছিয়ে আছে সহ্যকারীরা। এতে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় তারা। তাই প্রথম ম্যাচ হারের প্রতিশোধ নিতে দারুন এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ।
আরও পড়ুন:
» অভিষিক্ত সাকিবের ব্যাটে চমক, মিরাজের দৃঢ়তায় বাড়ছে লিড
» ইমরান খান-ওয়াসিম আকরাম-সাকিবের রেকর্ডের লিস্টে মিরাজ
এর আগে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে পরপর কিছু উইকেট হারিয়ে চাপে ছিল টাইগাররা। তবে আজ তৃতীয় দিন মেহেদী হাসান মিরাজের ব্যাটে ভর করে ৪৪৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। প্রায় চার বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
১৬২ বলে ১০৪ রানের দারুন একটি ইনিংস খেলেছেন মিরাজ। এছাড়াও ওপেনিংয়ে সাদমান হোসেনও তুলে নিয়েছে নিজের সেঞ্চুরি। করেছেন ১৮১ বলে ১২০ রান। এর আগে তাইজুল ইসলামের ঘূর্ণিতে কুপোকাত হয়ে প্রথম ইনিংসে ২২৭ রান সংগ্রহ করেছিল জিম্বাবুয়ে।
সর্বশেষ সংবাদ আপডেট করা পর্যন্ত—
জিম্বাবুয়ের সংগ্রহ ১৮ ওভারে ৩ উইকেট খরচায় ৪৩ রান। তাইজুলের জোড়া উইকেট ব্যতীত অপর উইকেট শিকার করেছেন স্পিনার নাঈম হাসান। সফরকারীরা পিছিয়ে আছেন ১৭৪ রানে।
ক্রিফোস্পোর্টস/৩০ এপ্রিল২৫/এফএএস
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	