 
																												
														
														
													চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ (৩০ এপ্রিল) মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এছাড়া আইপিএল ও পিএসএলে রয়েছে একটি করে ম্যাচ। এছাড়াও ফুটবলে রয়েছে উয়েফা চ্যাম্পিয়ানস লিগের সেমিফাইনাল।
এক নজরে টেলিভিশনের পর্দায় আজকে যা যা দেখবেন
ক্রিকেট
চট্টগ্রাম টেস্ট (তৃতীয়দিন)
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
সকাল দশটায় শুরু,
সরাসরি দেখাবে বিটিভি
আইপিএল
চেন্নাই সুপার কিংস বনাম পান্জাব কিংস
রাত ৮টায় শুরু,
সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস-১।
পিএসএল
লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড।
খেলা শুরু রাত ৯টায়,
সরাসরি দেখাবে নাগরিক টিভি।
আরও পড়ুন
»আইপিএল : দিল্লিকে হারিয়ে চতুর্থ জয়ের দেখা পেল কলকাতা
»ডিপিএলের টুর্নামেন্টসেরা হয়ে কত টাকা পেলেন মোসাদ্দেক
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়ানস লিগ (সেমিফাইলের প্রথম লেগ)
বার্সেনোনা বনাম ইন্টার মিলান।
খেলা শুরু রাত ১টায়,
সরাসরি দেখাবে সনি স্পোর্টস টেন-২।
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৫/আইএএইচআর/এনজি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	