
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা করাচি কিংস এখন মাঠের পারফরম্যান্সের চেয়ে চোট সমস্যায় বেশি চিন্তিত। দলের একাধিক বিদেশি খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে।
করাচির জন্য মিলনের ছিটকে যাওয়া বড় ধাক্কা। হাঁটুর চোটে ভুগছেন এই কিউই পেসার, এবং সুস্থ হতে তার বেশ সময় লাগবে। ফলে চলতি পিএসএলের বাকি অংশে আর মাঠে নামতে পারবেন না তিনি।
লাহোর কালান্দার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন মিলনে। শুরুতে চোট গুরুতর মনে না হলেও, পুনর্বাসন চালিয়ে যাওয়ার পরও অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, তিনি দেশে ফিরে যাবেন।
আরও পড়ুন
» তানজিম সাকিবের প্রশংসা করে যা বললেন ফিল সিমন্স
» রিয়াল আমাদের সঙ্গে পারবে না আগেই বলেছিলাম : ইয়ামাল
করাচি কিংস ম্যানেজমেন্ট মিলনের অবদানকে সম্মান জানিয়েছে এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছে।
এর আগে করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার লিটন দাসও চোটের কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দেশে ফিরে যান। অনুশীলনের সময়ই তার চোট লেগেছিল।
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ
