Connect with us
ক্রিকেট

চলতি মাসেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

Taskin Ahmed
তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

চোট থেকে সেরে উঠতে উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষদিকে ইংল্যান্ড যাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে আগামী ২৯ এপ্রিল ইংল্যান্ড যাবেন এই টাইগার পেসার।

অনেকদিন ধরেই বাঁ পায়ের গোড়ালির ইনজুরিতে ভুগছেন তাসকিন। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিলেন তিনি। সেখানে খেলাকালীন নতুন করে পুরোনো চোট ধরা দেয়। এর ফলে ৩ ম্যাচ পরেই ছিটকে যান তিনি। ইনজুরির কারণে চলমান বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন এই গতিতারকা।

এই ইনজুরি থেকে সেরে উঠতে উন্নত চিকিৎসার কথা আগেই জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। এজন্য তাকে বিদেশ পাঠানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। আর তার পরামর্শ অনুযায়ী তাসকিনকে ইংল্যান্ডে পাঠাচ্ছে বিসিবি।

আরও পড়ুন:

» থাইল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিতে বাংলাদেশ

» পাকিস্তান সফরের আগে আরেকটি সিরিজ খেলবে বাংলাদেশ!

এর আগে দেবাশিষ চৌধুরী বলেছিলেন, ‘তাসকিনের ট্রিটমেন্ট চলছে। আপাতত তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না এ ব্যাপারে আমরা আলোচনা করছি। আলোচনা করে যদি একটা সিদ্ধান্তে আসা যায় তাহলেতো ভালো। এখন যদি বাইরের ডাক্তাররা বলে যে তারা তাকে দেখতে চায়, তাহলে ওকে বাইরে যেতে হবে।’

তবে এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছিলেন দেবাশীষ। তিনি বলেছিলেন, ‘এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব না। এটা নিয়েই চলতে হবে। এটাকে ম্যানেজ করে খেলা চালিয়ে যেতে হবে। ওর ব্যথাটা যাওয়া আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’

অবশ্য গত কয়েকদিন ধরে দেশেই চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তাসকিন। তবে তার চোটের অবস্থান কেমন সেটা জানা যাবে উন্নত চেক আপ করার পরেই।

ইতোমধ্যে তাসকিনের চিকিৎসার জন্য ইংল্যান্ডের ডাক্তারের সিরিয়াল নেয়া হয়েছে। তাসকিনের সঙ্গে ইংল্যান্ডে সফর করবেন দেবাশিষ চৌধুরীও।

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট