Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটে-বলে সেরা নিউজিল্যান্ড, আছেন যারা

New Zealand in champions trophy final
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড। ছবি- ক্রিকইনফো

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতকাল নিউজিল্যান্ডকে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে ভারত। দীর্ঘদিন পর বৈশ্বিক এই টুর্নামেন্ট নিজেদের করে নেয়ার সুযোগ পেয়েও তা হাতছাড়া হয়েছে কিউইদের। ট্রফি জয়ের পথে ভারতকে পেছনে ফেলতে না পারলেও ব্যাক্তিগত সাফল্যে ব্যাটে-বলে সবার শীর্ষে নিউজিল্যান্ড।

গতকাল রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ৪ উইকেটে ম্যাচ জিতে শিরোপা পুনরুদ্ধার করে ভারত। এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতে ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিলেও ২৯ বলে ৩৭ রানে ফিরে যান রাচীন রবীন্দ্র। তবে এর আগে খেলা তিন ম্যাচে দুই সেঞ্চুরি করেছেন তিনি।

এতে করে প্রথম ম্যাচ না খেললেও চার ম্যাচে ২৬৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এই কিউই তারকা ক্রিকেটার। সেরা ব্যাটারের মতো টুর্নামেন্ট সেরা বোলারও হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার। ফাইনালে না খেললেও ১০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন তিনি।




আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন ভারত, তাই আয়োজক দেশ হয়েও নেই পাকিস্তান!

» শিরোপা জিতে অবসরের ইঙ্গিত দিলেন কোহলি!


শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন নিউজিল্যান্ডেরই রাচীন রবীন্দ্র। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার পরে রয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে ২৪৩ রান। আর শীর্ষ উইকেট শিকারের তালিকায় সমান ৯ উইকেট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছেন বরুণ চক্রবর্তী ও মোহাম্মদ শামি।

এক নজরে ব্যাটে-বলে সেরা ক্রিকেটারের তালিকা–

চ্যাম্পিয়নস ট্রফির সেরা ব্যাটার:

ব্যাটাররানগড়১০০/৫০
রাচিন রবীন্দ্র২৬৩৬৫.৭৫২/০
শ্রেয়াস আইয়ার২৪৩৪৮.৬০০/২
বেন ডাকেট২২৭৭৫.৬৬১/০
জো রুট২২৫৭৫.০০১/১
বিরাট কোহলি২১৮৫৪.৫০১/১

চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলাররা:

বোলারউইকেটগড়৫ উইকেট
ম্যাট হেনরি১০১৬.৭০
বরুণ চক্রবর্তী১৫.১১
মোহাম্মদ শামি২৫.৮৮
মিচেল স্যান্টনার ৯২৬.৩৩
মাইকেল ব্রেসওয়েল২৫.১২

ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট