Connect with us
ফুটবল

২০২৫ সালে ব্রাজিলের সব ম্যাচের সময়সূচি

Brazil football team
ব্রাজিল ফুটবল দল। ছবি- সংগৃহীত

২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায়ের পর এখনো চেনা রূপে ফিরতে পারেনি ব্রাজিল। বিশেষ করে বিশ্বকাপের পরের বছরটি ছিল ব্যর্থতায় ভরা। তবে ২০২৪ সালে নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নতুন বছরের সেলেসাওদের সামনে আরো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

২০২৪ সালে ব্রাজিলের শুরুটা ভালোই হয়েছিল। ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ডের বিপক্ষে এক প্রীতি ম্যাচে জয় দিয়ে বছর শুরু করেছিল তারা। তার মাঝের সময়গুলোতে সফলতার পাশাপাশি ব্যর্থতাও ছিল সেলেসাও শিবিরে। যার মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। তবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের ম্যাচে হার এড়ানোর দিক থেকে সফল ছিল দরিভাল জুনিয়রের শিষ্যরা।

২০২৩ সালে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরেছিল ব্রাজিল, বিপরীতে ৩ টি জয় ও ১টি ম্যাচে ড্র করেছিল তারা তবে ২০২৪ সালে এসে পরাজয়ের হার অনেক কমেছে। এ বছর ১২ ম্যাচ খেলে কেবল ২টি ম্যাচে হেরেছে সেলেসাওরা। বিপরীতে সমান ৬টি করে ম্যাচ জয় ও ড্র করেছে দলটি। তবে সবমিলিয়ে ২০২৫ সালেও বেশ চাপেই থাকতে হচ্ছে ব্রাজিলকে।




আরও পড়ুন:

» চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?

» বাংলাদেশ-ভারতকে পেছনে ফেলে জিম্বাবুয়ের নতুন রেকর্ড


২০২৫ সালে ব্রাজিলের মোট ৬টি ম্যাচ রয়েছে। আর সবগুলো ম্যাচই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পাঁচে থেকে বছর শেষ করবে ব্রাজিল। ১২ ম্যাচে ৫ জয়, ৩ হার ও ৪ ড্রয়ে ১৮ পয়েন্ট সেলেসাওদের। ২০২৬ বিশ্বকাপে লাতিনের শীর্ষ ৬টি দল সরাসরি অংশগ্রহণ করবে। তাই ২০২৫ সালে বাছাইপর্বের বাকি ৬ ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নেইমার-ভিনিসিয়ুসদের।

২০২৫ সালে ব্রাজিলের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে। মার্চে ঘরের মাঠে রদ্রিগেজ-দিয়াজদের আতিথ্য দেবে সেলেসাওরা। ব্রাজিলের প্রতিপক্ষের তালিকায় রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও। মার্চ উইন্ডোতেই নেইমারদের আতিথ্য দেবেন মেসিরা। ব্রাজিলের বাকি চার প্রতিপক্ষ হলো ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়া। এর মধ্যে চিলি ও প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে এবং ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

একনজরে ২০২৫ সালে ব্রাজিলের সকল ম্যাচের সময়সূচি 

তারিখম্যাচ
২১ মার্চ, ২০২৫ব্রাজিল বনাম কলম্বিয়া
২৬ মার্চ, ২০২৫ব্রাজিল বনাম আর্জেন্টিনা
৫ জুন, ২০২৫ব্রাজিল বনাম ইকুয়েডর
১০ জুন, ২০২৫ব্রাজিল বনাম প্যারাগুয়ে
১০ সেপ্টেম্বর, ২০২৫ব্রাজিল বনাম চিলি
১৫ সেপ্টেম্বর, ২০২৫ব্রাজিল বনাম বলিভিয়া

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল