 
																												
														
														
													বাংলাদেশ ক্রিকেট এক অবহেলিত নাম ইমরুল কায়েস। পর্যাপ্ত সুযোগের অভাবে জাতীয় দলের জার্সিতে নিজের ক্যারিয়ার লম্বা করতে পারেননি তিনি। পাঁচ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই টপ অর্ডার ব্যাটার সম্প্রতি লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের প্রথম আইসিসি স্বীকৃত ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টসের যৌথ মালিকানায় রয়েছেন তিনি। এর পাশাপাশি ক্রিকেট একাডেমি তৈরির পরিকল্পনাও রয়েছে তার। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটশনের সঙ্গে ক্রিকেট একাডেমি খুলবেন তিনি। দেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন এই ক্রিকেটার।
ক্রিকেট একাডেমি তৈরি প্রসঙ্গে ইমরুল বলেন, আমার সঙ্গে অস্ট্রেলিয়ার অনেক বড় বড় ক্রিকেটারদের যোগাযোগ হয়েছে। আমি এবং শেন ওয়াটসন একটি একাডেমি তৈরির চেষ্টা করছি। সেখানে ওয়াটসন যুক্ত থাকবে।
আরও পড়ুন:
» আবরারসহ তিনজনের নামে স্টেডিয়ামের নামকরণ
» আইপিএলের নিলামে যে দলের নজরে তাসকিন
ইমরুলকে প্রায়ই অস্ট্রেলিয়া যেতে দেখা যায়। মূলত তিনি গত দুই বছর ধরেই সেখানকার স্থানীয় বাসিন্দা। এমনকি অবসরের পরও বেশিরভাগ সময় অস্ট্রেলিয়াতে থাকার পরিকল্পনা রয়েছে তার। ইমরুল বলেন, আমি দুই বছর ধরে অস্ট্রেলিয়ার রেসিডেন্ট। আমি নিয়মিত আসা-যাওয়া করি। ক্রিকেট ছাড়ার পর বেশিরভাগ সময় সেখানেই থাকার পরিকল্পনা নিয়ে আমি এগোচ্ছি।
তবে ক্রিকেট ছেড়ে কোচিং পেশায় যুক্ত হওয়ার পরিকল্পনাও রয়েছে তার। এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘আমি খেলোয়াড়ি জীবনে যেটা পারিনি, হয়ত কোচিং পেশায় এসে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি অস্ট্রেলিয়ায় একটি ভালো অ্যাকাডেমির অধীনে লেভেল থ্রি কোচিং প্রশিক্ষণ নেব।
গতকাল বুধবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইমরুল। আগামী ১৬ নভেম্বর খুলনা বিভাগের হয়ে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচে মাঠে নামবেন এই ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৪/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	