 
																												
														
														
													আইপিএল ইতিহাসের সূচনালগ্ন থেকেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যেঙ্গালুরুর হয়ে মাঠে মাতাচ্ছেন বিরাট কোহলি। কিন্তু বেঙ্গালুরুর হয়ে এখনও পর্যন্ত কোনো ট্রফি জেতা হয়নি কিং কোহলির। যদিও নিজের ব্যক্তিগত পারফরম্যান্সে বরবারই উজ্জ্বল তিনি। দলটির হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহকও তিনি। এছাড়াও টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। তবে এবার বেঙ্গালুরুর শিরোপা ঘোচাতে চান কোহলি।
নিলামের আগেই ২০২৫ আইপিএলের রিটেইন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে দলগুলো। বরাবরের ন্যায় এবারও বেঙ্গালুরুর হয়েই মাঠ মাতাবেন কোহলি। আগের আসরের তুলনায় আরও বেশি পারিশ্রমিকে খেলবেন দলটির হয়ে। এবারের আসরে কোহলির পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ২১ কোটি রুপি। তিনিই আইপিএল ইতিহাসে প্রথম কোনো ভারতীয় খেলোয়াড় যার পারিশ্রমিক ২০ কোটি রুপি পার হয়েছে। সেই সঙ্গে এবার ফিরে পেয়েছেন অধিনায়কত্ব। এখন তাঁর স্বপ্ন একবার হলেও বেঙ্গালুরুকে শিরোপার স্বাদ উপহার দেওয়া।
গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘কৃতজ্ঞতা জানাই আরসিবি কতৃপক্ষকে। আর আবারও ৩ বছরের জন্য আমাকে ধরে রেখেছে। বরাবরের ন্যায় এবারও আমি উচ্ছ্বসিত। আরসিবির সাথে আমার সম্পর্কটা সেই আইপিএলের শুরু থেকেই। এটা একটা বিশেষ সম্পর্ক যা আরও দৃঢ় হচ্ছে দিন দিন। আরসিবির গুরুত্ব আমার কাছে কতটা সেটা সবাই জানে। দলটির হয়ে খেলতে পারা দারুণ অভিজ্ঞতার।’
শিরোপা খরা কাটাতে নিজের লক্ষ্যের কথা জানিয়ে কোহলি বলেন, ‘আমরা সবসময়ই আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করি। সবসময়ের মতো এবারও আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো। যাতে আমরা শিরোপা খরা কাটাতে পারি। পরের চক্রগুলোতে একবার হলেও দলটিকে ট্রফি জয়ের স্বাদ দিতে মরিয়া আমরা।’
এসময় তিনি আরও বলেন, ‘এতবছর ধরে দলটিকে অকুৃন্ঠ সমর্থন দেওয়ার জন্য দলটির সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। আশা করি সবসময়ই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন। খুব শীঘ্রই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আপনাদের সাথে দেখা হবে।’
উল্লেখ্য ২০১৬ আইপিএল মৌসুমে কোহলির নেতৃত্বেই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ফ্রাঞ্চাইজিটি। এছাড়াও ২০২৫ আইপিএলকে সামনে রেখে চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। তার আগে গত বৃহস্পতিবার নিজেদের চূড়ান্ত রিটেইন লিস্ট প্রকাশ করে বেঙ্গালুরু। যেখানে বিরাট কোহলির সাথে দলটি ধরে রেখেছে রজত পতিদার এবং যশ দয়ালকে। এখন পর্যন্ত বেঙ্গালুরু কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে। যেখানে ৬৬ জয়ের বিপরীতে ৭০ হারের মুখ দেখেছে দলটি।
আরো পড়ুন : বার্সেলোনার সঙ্গে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সাবিনা-কৃষ্ণারা
ক্রিফোস্পোটর্স/০২নভেম্বর২৪/এসআর
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	