 
																												
														
														
													এর আগে সবশেষ ২০২২ সালের ডিসেম্বর মাসে টেস্ট ম্যাচ খেলেছিলেন ঋষভ পান্থ। সেই ম্যাচটাও হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। তিনি খেলেছিলেন ৯৩ রানের একটি ইনিংস। তবে এর পরেই তার জীবনে নেমে আসে করুণ এক সময়। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রায় দেড় বছরের জন্য ছিটকে যান ক্রিকেট মাঠের বাইরে।
লম্বা বিরতির পর কঠোর পরিশ্রম ও মানসিকতা দেখিয়ে আবারও ক্রিকেটে ফিরেছেন এই ভারতীয় তারকা ক্রিকেটার। প্রায় ৬৩২ দিন পর খেলেছেন আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। আর সেই প্রত্যাবর্তন পান্থ রাঙিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে। পান্থের ফিটনেস ও সাবলীল ব্যাটিং দেখে কখনও মনে হয়নি, খেলছেন দীর্ঘদিন পর।
পান্থের এমন কামব্যাককে বর্তমান সময়ের অসাধারণ ও অন্যতম সুন্দর একটি গল্প হিসেবে মনে করছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ক্রিকবাজের এক অনুষ্ঠানে দীনেশ কার্তিকের সঙ্গে আলোচনাকালে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এমন কথা উল্লেখ করেন এই ভারতীয় ক্রিকেট বিশ্লেষক।
হার্শা ভোগলে বলেন, ‘সে (পান্থ) যেভাবে খেলেছে বিশেষ করে স্পিনারদের বিপক্ষে, তা ছিল অসাধারণ। সাকিবের মতো বিশ্বমানের বোলার, যার নামের পাশে ২৫০-র বেশি উইকেট রয়েছে, তাকে খুবই স্বাচ্ছন্দে খেলেছেন পান্থ। তিনি সাকিবকে এমন ভাবে পেটাচ্ছিলেন (ব্যাটিং) যেন পাঞ্চিং ব্যাগকে মারছেন।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি এটা একটা অসাধারণ গল্প। ঋশভ পান্থ এমন একজন, যে মৃত্যুর খুব কাছ থেকে ঘুরে এসেছে। আমি কল্পনা করতে পারি সে কতটা প্রেসারে ছিল। তবে সে এখনও টেস্টে তার সেরা সময়ে আছে। দুর্ঘটনা থেকে সেরে উঠে সে নিজেকে আরও পরিপক্ক হিসেবে গড়ে তুলেছে।’
‘সে মাঠে ফিরে আসার জন্য সংকল্পবদ্ধ ছিল। সে কতটা পরিশ্রম করেছে সেটা দেখলেই বুঝা যায় সে কতটা ফিট এবং স্লিম। আমার মনে হয় তার ফিরে আসা সময়ের অন্যতম অসাধারণ ও সুন্দর গল্প। তাকে পুনরায় ফিরে আসতে দেখা বিশেষ কিছু।’– যোগ করেন তিনি।
চেন্নাইয়ে বাংলাদেশকে ২৪০ রানে প্রথম টেস্টে হারানোর ম্যাচে সেঞ্চুরি করেছেন ঋশভ পান্থ। এদিন ১২৪ বলে ১০৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। যেখানে দেখা যায় ৬টি বিশাল ছক্কা ও ১৩টি চারের মার। সকলের ধারণা ফিরে এসে এই দীর্ঘ সময়ের জন্য জাতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন পান্থ।
আরও পড়ুন: বিকালে বিসিবির সভায় যা যা নিয়ে আলোচনা হতে পারে
ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৪/এফএএস
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	