 
																												
														
														
													এক মাসের লম্বা সফরে অস্ট্রেলিয়া যাচ্ছে বিসিবির হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি দল)। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথমে দুটি চার দিনের ম্যাচ খেলবে এইচপি দল। এই সিরিজকে সামনে রেখে আজ (শনিবার)ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টসহ ২৪ জনের বহর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে। দেশ ছাড়া আগে পুরো সফরে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন তরুণ পেসার রিপণ মন্ডল।
২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারপফরম্যান্স করে সবার নজরে এসেছিলেন রিপন। সেই আসরে ৬ ইনিংসে ৪.২৩ ইকোনমিতে রান দিয়ে ১৪ উইকেট শিকার করেছিলেন এই ডানহাতি বোলার। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ এবং টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকার করে জায়গা করে নিয়েছিলেন আইসিসি সেরা একাদশে। তবে এখনো জাতীয় দলের নির্বাচকদের নজর কাড়তে পারেননি তিনি। আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভালো খেলে নির্বাচকদের নজরে আসতে চান এই তরুণ।
অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার আগে আজ সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রিপন। এসময় এই সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার প্রথম সফর। আমরা গিয়ে কন্ডিশনটা বোঝার চেষ্টা করব। উইকেটে যদি সাহায্য পেলে কন্ডিশন অনুযায়ী যতটা ভালো করা যায়, চেষ্টা করব ততটা ভালো করার। উইকেট বুঝে বল করার চেষ্টা করব৷’
আরও পড়ুন:
» সাকিবকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের ব্যতিক্রমী পোস্ট
» ভারতকে পাকিস্তানে আসার আহ্বান জানালেন শহীদ আফ্রিদি
এই সফরে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচে পাশাপাশি দুটি ওয়ানডেও খেলবে এইচপি দল। এছাড়া অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে তারা, যেখানে পাকিস্তান শাহিনসের পাশাপাশি বিগ ব্যাশের দলও রয়েছে। এই সবগুলো ফরম্যাটেই দলে রয়েছেন রিপন।
এই পুরো সফরে রিপন নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘আমার লক্ষ্য থাকবে টুর্নামেন্ট সেরা হওয়ার। ম্যাচ বাই ম্যাচ খেলেই এগিয়ে যেতে চাই। ভালো পারফরম্যান্স করলে সুযোগ আসবেই। আমি চেষ্টা করব যে বিগ ব্যাশ না ভেবে যেহেতু আমাদের টিম হিসেবে যাচ্ছি, সে অনুযায়ী খেলার। আমি চাই যে আমাদের দল যেন সর্বোচ্চ ভালো খেলে। যদি ভালো করতে পারি তাহলে ইনশাল্লাহ সবার নজরে আসবো।’
চার দিনের ম্যাচের দল:
মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), সাদমান ইসলাম, পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম,মারুফ মৃধা, রিপন মন্ডল।
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৪/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	