Connect with us
ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের হার

Zimbabwe beat India in home soil
ভারতকে ১৩ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে জিম্বাবুয়ে। ছবি- সংগৃহীত

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (শনিবার) জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এই ম্যাচে ভারতকে ১৩ রানে হারিয়ে চমকে দিয়েছে জিম্বাবুয়ে।

হারারেতে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত দলপতি শুবমান গিল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ১৯.৫ ওভার খেলে ১০২ রানে অলআউট হয়ে যায় ভারত।

এদিন ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার ও মিডল অর্ডার। টপ অর্ডারে শুধু রান পেয়েছেন শুভমান গিল। ২৯ বলে ৩১ রান করেছেন ভারতের দলপতি। এদিকে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ করে নেওয়া অভিষেক শর্মা-রিয়ান পরাগরা এদিন হতাশ করেছেন।



আরও পড়ুন:

» এলপিএলে শরিফুলের ক্যান্ডিকে হারাল তাসকিনের কলম্বো

» এবার এশিয়া কাপে আম্পায়ারিংয়ে থাকবেন জেসি 

প্রথম ৬ ব্যাটারদের মধ্যে পাঁচজনই এক অঙ্কের ঘরে আউট হয়েছে। তার মধ্যে দুজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। শেষদিকে আভেশ খান ১২ বলে ১৬ এবং শেষ পর্যন্ত খেলা ওয়াশিংটন সুন্দরের ৩৪ বলে ২৭ রানের ইনিংস জয়ের জন্য যথেষ্ট ছিল না।

জিম্ববাবুয়ের পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন টেন্ডাই চাতারা ও অধিনায়ক সিকান্দার রাজা। চাতারা ৪ ওভারে ১ মেডেনসহ ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন। আর রাজা চার ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন।

World champions India lost against Zimbabwe

ভারত বনাম জিম্বাবুয়ে। ছবি- সংগৃহীত  

এর আগে ব্যাটিংয়ে নেমে ক্লাইভ মাদান্দের ২৯, রাজার ২৩, ব্রায়ান বেনেটের ২২, ওয়েসলি মাধেবেরের ২১ রানের কল্যাণে ১১৫ রানের পুজি পায় জিম্বাবুয়ে। ভারতের পক্ষে রবি বিশ্নোই চার ওভারে ২ মেডেনসহ ১৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া সুন্দর ২টি এবং আভেশ খান ও মুকেশ কুমার ১টি করে উইকেট তুলেছেন।

এ নিয়ে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের তৃতীয় টি-টোয়েন্টি জয়। সবশেষ ২০১৬ সালে এই হারারেতেই ভারকে ২ রানে পরাজিত করেছিল সিকান্দার রাজারা।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৪/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট