Connect with us
ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ‘বাইসাইকেল গোল’, ভিডিও ভাইরাল

বাইসাইকেল কিক নিচ্ছেন ব্রাজিলিয়ান দরিয়েলতন গোমেজ। ছবি- গুগল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক জয় অব্যাহত রয়েছে জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংসের। শুক্রবার কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে দলটি। বাইসাইকেল কিকে এ ম্যাচে একমাত্র গোলটি করেন কিংসের ব্রাজিলীয় তারকা দরিয়েলতন গোমেজ।

ম্যাচের ২৭তম মিনিটে চোখ ধাঁধানো দুর্দান্ত গোলটি করেন দরিয়েলতন। রাকিবের হাওয়ায় ভাসা ক্রসে বাইসাইকেল কিকে বল জালে জড়ান তিনি। লিগে এটি তার ৫ নম্বর গোল।

এদিকে তার এই নান্দনিক গোলের ভিডিও আপলোড করা হয় বসুন্ধরা কিংসের ভেরিফায়েড ফেসবুক পেইজে। এর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।



ম্যাচে নামার আগে দরিয়েলতন বলেছিলেন, ‘আমি একজন স্ট্রাইকার। গোল করা ছাড়া মাঠে আমার তেমন কাজ নেই।’

এদিকে আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে মুগ্ধ দরিয়েলতন বলেন, ‘এই ক্লাবকে খুব পছন্দ করি। বড় ক্লাব, এখানে দুর্দান্ত উপভোগ করছি। এখানকার সবাই আমাকে অনেক সমর্থন দিচ্ছে।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল