Connect with us
ফুটবল

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

SAFF U-16_bangladesh vs india
ভারতকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। চার দলের এই টুর্নামেন্টে টানা দুই জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগ্রেসরা।

আজ (মঙ্গলবার) গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দল। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি।

আনফা কমপ্লেক্সে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের কিছুটা বাইরে থেকে নেওয়া আলফি আক্তারের ফ্রি কিক প্রতিপক্ষ ডিফেন্ডার ফিরিয়ে দেন। ফিরতি বলে পুনরায় দূরপাল্লার শট নেন আলফি এবং ভারতের গোলকিপারকে ফাঁকি ফিয়ে জালে জড়ায় বলটি। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।



বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ তম মিনিটে আনুশকা কুমারীর গোলে সমতায় ফেরে ভারত। এরপর সমানে সমানে লড়তে থাকে দুই দল। উভয় দলই সমতা ভেঙে লিড নেওয়ার চেষ্টা করে।

ম্যাচের ৭৮ তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে এবারের গোলটি করেন প্রথম ম্যাচে জোড়া গোল করা প্রীতি আকন্দ।

এর ১০ মিনিট পর আরো একটি গোল করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের শেষদিকে এই গোলটি করেন অর্পিতা বিশ্বাস। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিশ্চিত করেছে জুনিয়র টাইগ্রেসরা।

এই নিয়ে গ্রুপ পর্বে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান ১ জয়ে ৩ পয়েন্ট নেপাল ও ভারতের। আর টানা দুই হারে ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভূটান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগামী শুক্রবার (৮ এপ্রিল) নিয়ম রক্ষার ম্যাচে ভূটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিয়ে রোনালদোর নাসরের অনিশ্চয়তা 

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ফুটবল