Connect with us
ফুটবল

চ্যাম্পিয়নস লিগ: রিয়াল সোসিয়েদাদের জালে পিএসজির জোড়া গোল

PSG vs Real Sociedad
৫৮ মিনিটের মাথায় দলকে প্রথম গোল উপহার দেন কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ে শেষ আটে এক পা দিয়ে রাখল ফ্রেঞ্চ জায়ান্টরা।

গতকাল রাতে (১৪ জানুয়ারি) প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে মুখোমুখি হয়েছে পিএসজি ও রিয়াল সোসিয়েদাদ। ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় পিএসজি। বক্সের ভেতর থেকে এমবাপ্পের নেয়া জোড়ালো শট আটকে দেন প্রতিপক্ষের গোলকিপার।

প্রথমার্ধে রিয়াল সোসিয়েদাদ একাধিকবার পিএসজির রক্ষণ ভেঙে গোল দেওয়ার সুযোগ তৈরি করেছে। তবে ভালো ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয়েছে সফরকারীরা।



প্রথমার্ধের সমানে সমানে লড়াইয়ের পর কোনো গোলের দেখা পায়নি দলগুলো।

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে এসে ৫৮ মিনিটের মাথায় দলকে প্রথম গোল উপহার দেন কিলিয়ান এমবাপ্পে। মার্কুইনোসর হেড থেকে বক্সের ভেতরে বল পেয়ে প্রতিপক্ষের জালে পাঠান এমবাপ্পে। ৭০ মিনিটের মাথায় লিড দ্বিগুণ করে নেয় পিএসজি। প্যারিসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাডলি বারকোলা।

প্রথমার্ধে কয়েকটি বড় সুযোগ তৈরি করলেও দ্বিতীয়ার্ধে আর তেমন বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি সোসিয়েদাদ । শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছেড়েছে সফরকারীরা।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগ: বায়ার্ন মিউনিখকে হারিয়ে লাৎসিওর চমক 

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ফুটবল