Connect with us
ফুটবল

আবারও চমক: আরব আমিরাতকে বিদায় করে কোয়ার্টারে তাজিকিস্তান

Crifo Tajiistan
প্রথমবার খেলতে এসেই কোয়ার্টারে তাজিকিস্তান। ছবি- দ্য নিউজ আরাব

এএফসি এশিয়ান কাপে আরেকটি চমক উপহার দিলো তাজিকিস্তান। গতকাল আরব আমিরাতকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আসরের নবাগত দেশটি। কাতারের আল রাইয়ানে শেষ ষোলোর ম্যাচ টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে নেয় তাজাকরা।

এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারই প্রথম মূল পর্বে খেলার সুযোগ পায় তাজিকিস্তান। ‘এ’ গ্রুপে চীন ও লেবাননকে পেছনে ফেলে তাজাকরা শেষ ষোলোয় জায়গা করে নেয় স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতারের সঙ্গী হয়ে।

সেখানে রবিবার শক্তিশালী আরব আমিরাতের বিপক্ষেও উজ্জীবিত ফুটবল খেলে মধ্য এশিয়ার দেশটি। আল রাইয়ানের আহমদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে আমিরাতের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতে তাজাক শিবির। গোলদাতা ডিফেন্ডার হানোনভ। গোল করেই রক্ষণাত্মক কৌশলে চলে যায় তাজাকরা।



প্রথমার্ধে এই গোলে পিছিয়ে থাকা আমিরাতকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল হাম্মাদি সমতায় ফেরান। অতিরিক্ত ২০ মিনিটের খেলাও ১-১ গোলে ড্র থাকে। টাইবেকারে গিয়ে বাজিমাত করে তাজাকরা। জয় তুলে নেয় ৫-৩ ব্যবধানে। এশিয়ান কাপে গত ৩২ বছরের ইতিহাসে তাজিকিস্তানই প্রথম দেশ, যারা নকআউট পর্বে জয় পেলো।

আরও পড়ুন: এমবাপ্পেও জেতাতে পারলেন না, পয়েন্ট হারালো পিএসজি

ক্রিফোস্পোর্টস/২৯ জানুয়ারি ২৪/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল