Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো বাংলাদেশ। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুরুটা আশানুরূপ হয়নি বাংলাদেশের। ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ যাত্রা করে রাব্বি-শিবলিরা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো লাল সবুজের প্রতিনিধিরা।

আজ (সোমবার) পচেফস্ট্রুমের মাংগংয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলপতি মাহফুজুর রহমান রাব্বি। শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিক। উদ্বোধনী জুটিতে ৯০ রান করেন এ দুই ওপেনার। দলীয় ৯০ রানের মাথায় আদিল ফিরে গেলে তার কিছুক্ষণ পরই প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার শিবলি।



দুই ওপেনার ফিরে গেলে ১৩০ রানের মধ্যে আরো দু’টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় যুবারা। তবে চাপ সামলে দলকে পুনরায় চালকের আসনে ফিরিয়ে আনেন অহরার আমিন ও শিহাব জেমস। পঞ্চম উইকেটে তাদের জয়সূচক ১০৯ রানের জুটিতে ভর করেই জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫৪ রান করা শিহাব আজ ৫৫ রানে অপরাজিত ছিলেন এবং অহরার ৪৫ রানে অপরাজিত। এছাড়া শিবলি ৪৪ ও আদিল ৩৬ রান করেন। আয়ারল্যান্ডের হয়ে ২ টি উইকেট নেন স্কট ম্যাকবেথ।

এদিকে শুরুতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের হয়ে আলো ছড়িয়েছেন কিয়ান হিল্টন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার আউট হন ৯০ রান করে। এছড়া জরদান নিল ৩১, স্কট ম্যাকবেথ ২৭, জন ম্যাকনেলি ২৩ রান করেন।

ভারতের বিপক্ষে ৫ উইকেট নেয়া মারুফ মৃধা আজও ২ টি উইকেট নিয়েছেন। এছাড়া পারভেজ রহমান ২ টি এবং বর্ষন, রাফি ও রাব্বি ১ টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২৩৫/৮ (৫০ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৩৯/৪ (৪৬.৫ ওভার)

ফলাফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে উগান্ডার ক্রিকেটার 

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট