Connect with us
ক্রিকেট

সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন জীবন শুরু শোয়েবের

Shoaib Malik new maried with Sana, after devorce Sania Mirza
ছবির বা পাশে নতুন স্ত্রী সানার সাথে শোয়েব, ডান পাশে প্রাক্তন স্ত্রী সানিয়া - সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার সম্পর্কে জটিলতার কথা। নানা গুঞ্জনের মাঝেই নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শোয়েব। সোশ্যাল মিডিয়ায় আজ নিজের আনুষ্ঠানিক বিয়ের ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেন শোয়েব মালিক নিজেই।

২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন শোয়েব। এক সন্তানও রয়েছে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে তাদের সম্পর্কে ছেদ পড়ার বিষয়টি নজরে আসবে। তবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা নিশ্চিত হওয়ার আগেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন শোয়েব মালিক।

আজ শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম একাউন্টে নিজেদের আনুষ্ঠানিক বিয়ের ছবি পোস্ট করেন শোয়েব। যেখানে সানা জাবেদের সাথে বিবাহের পোশাকে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে আলহামদুলিল্লাহ বলে আল-কুরআনের একটি আয়াত যুক্ত করেছেন, যার অর্থ– ‘এবং আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’



 

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদেরও দ্বিতীয় বিয়ে এটি। এর আগে ২০২০ সালে তিনি উমের জাসওয়ালকে বিয়ে করেছিলেন। তবে বেশিদিন টেকেনি তাদের বিবাহ বন্ধন। পরবর্তীতে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে যায়। নিজেরা একে অপরকে সামাজিক মাধ্যম থেকে আনফলো করে দেন এবং নিজেদের সকল ছবি মুছে ফেলেন।

এদিকে সানিয়া মির্জার সাথে শোয়েব মালিকের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের কোন ঘটনা এখনো সামনে আসেনি। তবে গেল বুধবার সানিয়া মির্জার এক পোস্টে দানা বেধেছিল নানা জল্পনার। মুহূর্তে গুঞ্জন রটে যায় শোয়েব মালিক এবং সালাম মির্জার বিবাহ বিচ্ছেদের ঘটনার। তবে আজ শোয়েব মালিকের নতুন বিয়ের পোস্টে সেই গুঞ্জন সত্য রূপে প্রকাশ পেল।

এর আগে সোশ্যাল মিডিয়া থেকে শোয়েবের সব ছবি মুছে দিয়েছিলেন ভারতীয় টেনিস তারকা। তবে ছেলে ইজ়হানের জন্মদিনে শুভেচ্ছা জানানো ছেলের সঙ্গে শোয়েব ও সানিয়ার তোলা একটি ছবি এখনও রয়েছে। নিজের ইনস্টাগ্রাম বায়ো থেকে সানিয়ার নাম মুছে দিয়েছেন শোয়েব। ইনস্টাগ্রামে সানিয়ার কোনো ছবিও খুঁজে পাওয়া যায় না। 

এর আগে পাকিস্তানের হয়ে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে সানিয়া মির্জার সাথে পরিচয় হয় শোয়েব মালিকের। সানিয়া সেই সময় ব্রিসবেন ইন্টারন্যাশানল টেনিস খেলতে গিয়েছিলেন সেই দেশেই। সেখানে আলাপ হয় দুজনের এবং পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। সানিয়া এখন অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে ব্যস্ত। এরই মাঝেই বিয়ে সেরে ফেলেছেন শোয়েব।

আরও পড়ুন: মাঠে-বোর্ডে সবখানে এলোমেলো পাকিস্তানের ক্রিকেট

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement

Focus

More in ক্রিকেট