Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ থেকে অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর মিরাজ-ইমরুলদের কোম্পানি

CRIFO U-19 Team
এশিয়া কাপের শিরোপা জয় করা অনূর্ধ্ব-১৯ দল। ছবি- বিসিবি

বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের ব্যাট প্রস্তুতকারী কোম্পানি এমকে স্পোর্টসকে গেল মাসেই স্বীকৃতি প্রদান করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত হতে চলেছে মেহেদী মিরাজ ও ইমরুল কায়েসের মালিকানাধীন এই প্রতিষ্ঠান। আগামী যুব বিশ্বকাপ থেকেই বাংলাদেশ যুব দলের গর্বিত স্পন্সর হিসেবে কাজ করবে এমকে স্পোর্টস।

গেল বছর মেহেদী মিরাজ ও ইমরুল কায়েসের প্রত্যক্ষ উদ্যোগে গঠিত হয়েছে এই প্রতিষ্ঠান। তাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যাটের ডক্টর খ্যাত আফতাব শাহীন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাথে যুক্ত হয়ে যুবা ক্রিকেটারদের ব্যাট ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ করবে এমকে স্পোর্টস। গতকাল মিরপুরে গণমাধ্যমদের সামনে এ বিষয়ে কথা বলেন মেহেদী হাসান মিরাজ।

শুরুতে মিরাজ প্রতিষ্ঠান পেছনের গল্প বলেন, ‘ইমরুল কায়েস ভাই অনেকদিন ধরে চিন্তাভাবনা করছিলেন বাংলাদেশে কীভাবে একটা ব্যাট কোম্পানি দেওয়া যায়। তার সাথে আমাদের আরেকজন পার্টনার আছেন শাহীন ভাই, উনিও পরিচিত মুখ। আরেকজন আছেন আজাদ ভাই, যুক্তরাজ্যে থাকেন। আমি যেহেতু ক্রিকেট খেলছি খুব বেশি সময় পাই না এই তিনজনই অনেক গুছিয়ে নিয়ে আসছে।’



তিনি আরও বলেন, ‘চিন্তা ছিল শুরু করব অনূর্ধ্ব-১৯ দল থেকে। যেহেতু তারা কিছুদিন পর বিশ্বকাপ খেলতে যাবে, এটা আমাদের আগে থেকেই লক্ষ্য ছিল। তিনজন মিলে সবাই খুব দ্রুত ব্যবস্থা করেছে কীভাবে দেওয়া যায়। যেহেতু ওরা বিশ্বকাপ খেলতে যাবে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। নিজেদের দেশের কোম্পানির (ব্যাট) দিয়ে খেলবে। এটা আমার কাছে ভালো লাগছে। ওদের কাছেও অবশ্যই ভালো লাগার বিষয় থাকবে এটা।’

মিরাজ জানান অনূর্ধ্ব-১৯ দলের সাথে এক বছরের চুক্তি হয়েছে। তাদের ৪টা করে ব্যাট, ৬ জোড়া গ্লাভস, ২টা করে প্যাড দেবে এমকে স্পোর্টস। পরে লাগলে অতিরিক্ত আরও দেয়া হবে। দলের চাওয়া অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে এমকেএস। ভবিষ্যতে নারী দল, জাতীয় দলকেও স্পন্সর করার ইচ্ছার কথা জানিয়েছেন মিরাজ।

আরও পড়ুন: ভুল স্বীকার করলেন মুজিব, ডাক পেলেন ভারত সিরিজে

ক্রিফোস্পোর্টস/৭ জানুয়ারি ২৪/এসএফ/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট