 
																												
														
														
													সিলেট টেস্টে সমান অবস্থায় রয়েছে নিউজিল্যান্ড-বাংলাদেশ। নবম উইকেট জুটিতে টিম সাউদি আর কাইলি জেমিসনের অর্ধশতাধিক রানের জুটিতে এগিয়ে যায় সফরকারীরা। তবে মুমিুলের বোলিং জাদুতে মঙ্গলবার (৩০ নভেম্বর) তৃতীয় দিন আর বেশি দূর যেতে পারেনি কিউইদের। ৩১৭ রানেই অলআউট হয়েছে। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ৭ রানে।
সিলেটে তৃতীয় দিনে মুমিনুলের হাত ধরে সাফল্য পায় টাইগাররা। এক ওভারে জেমিসনকে আর সাউদিকে ফেরান তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩১০ রানের জবাবে ১০১.৫ ওভার খেলে ৩১৭ রানে অলআউট হয়েছে কিউইরা।
দ্বিতীয় দিনে দুইবার জীব্ন পেয়ে সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রানে তুলেছিল নিউজিল্যান্ড। ওইদিন ৪ উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম। ধারণা করা হয়েছিল- তৃতীয় দিনের শুরুতে বাকি দুই উইকেট তিনি তুলে নিবেন। কিন্তু সেটা পারেননি। বাকি দুই উইকেট গেছে মুমিনুলের ঝুলিতে।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে উইলিয়ামসনের ১০৪ রানের ইনিংস ছাড়া গ্লে ফিলিপস ৪২, ড্যারেল মিচেল ৪১ ও টিম সাউদি ৩৫ রান করেন। বাংলাদেশের হয়ে তাইজুল ৪টি উইকেট নেন ১০৯ রান খরচ করে। কিন্তু মুমিনুল ৩টি উইকেট নেন মাত্র ৪ রান খরচ করে। বাকি তিনটি উইকেট শরিফুল-নাঈম-মিরাজ ভাগাভাগি করে নেন।
নিজেদের প্রথম ইনিংসে ৩১০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ৮৬, শান্ত ৩৭ ও মুমিনুল ৩৭ রান করেন। গ্লেন ফিলিপস ৪টি, জেমিসন ও প্যাটেল ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ড্র করে কিনারে ম্যানইউ, আধা ডজন গোল আর্সেনালের
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৩/এজে
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	