 
																												
														
														
													আজ বিশ্বকাপের ৩৮তম ম্যাচে ঘটে গেল এক বিরল ঘটনা। বাংলাদেশ বনাম শ্রীলংকার এই ম্যাচটিতে টাইমড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন লংকান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই আউটের পর সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় বইছে।
ক্রিকেটে অনেক ধরনের আউট রয়েছে। তবে কিছু কিছু আউট নিয়ে প্রায়ই অনেক পক্ষ-বিপক্ষ থাকে। যেগুলোকে ক্রিকেট স্পিরিটের পরিপন্থি হিসেবে মনে করা হয়। যদিও সেগুলো ক্রিকেটের নিয়মের মধ্যেই রয়েছে। আজ তেমনই এক আউটের শিকার হয়েছেন লংকান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
ইনিংসের ২৫ তম ওভারে চতুর্থ উইকেট পতনের পর নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেন ম্যাথিউস। ভুলে মাঠে অন্য হেলমেট নিয়ে প্রবেশ করায় হেলমেট পরিবর্তনের ক্ষেত্রে তিন মিনিটের মতো সময় নেন। ফলে অধিনায়ক সাকিবের আবেদনে নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দিয়ে দেন ম্যাথিউসকে।এর পরই সাকিবকে নিয়ে শুরু হয় সমালোচনা।
আউটের সময় কমেন্ট্রি বক্সে থাকা ওয়াকার ইউনিস ও রাসেল আরনল্ডরা তার সমালোচনা করেন। তারা বলেন, এটা খেলোয়াড় সুলভ আচরণ নয়। বিভিন্ন সামাজিক মাধ্যমেও নেটিজনরা অনেকে সমালোচনা করছেন।
প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন তার এক্স (সাবেক টুইটার) একাউন্টেও সাকিবের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, বেশ, এটি মোটেও শোভনীয় নয়।
এছাড়া প্রথম ইনিংস শেষে সেঞ্চুরি করা আসালঙ্কা বলেন, আমার মতে তার (ম্যাথিউসের) আউটটা ক্রিকেট স্পিরিটের বাইরে।
সাধারণত আইসিসির নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান আউট হয়ে গেলে বা রিটায়ার্ড হার্ট হলে নতুন ব্যাটসম্যান মাঠে এসে ২ মিনিটের মধ্যে পরবর্তী বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। যদি তা না হয় তাহলে সে টাইমড আউট হবে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে পুরো শ্রীলঙ্কা বোর্ড বরখাস্ত
ক্রিফোস্পোর্টস/০৬নভেম্বর২৩/এমটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	