বিশ্বকাপে নতুন রেকর্ডে নাম লেখালেন মুশফিক

বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে হাজার রানের মাইলফলকে পৌঁছালেন মুশফিকুর রহিম।

Mushfik

আজ ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নেমে এই কীর্তি গড়েন টাইগার উইকেট কিপার ব্যাটসম্যান। 

crifo mushfiqur

প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ডে নাম তুলেছিলেন সাকিব আল হাসান। হাজার রানের ক্লাবে নাম উঠাতে মুশফিকের দরকার ছিল মাত্র ৪ রান।

সাকিব মুশফিক

ভারতের বিপক্ষে আজ ৩৮ রানের ইনিংস খেলার পথেই এই কীর্তি গড়ে ফেলেন তিনি। 

Mushfiqur rahim record

এই রেকর্ডে পৌঁছাতে ৩৪ ইনিংস ব্যাট করতে হয়েছে মুশিকে। 

Mushfiqur rahim record

মজার বিষয় হলো, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে হাজার রান করা সাকিব এবং মুশফিক দুজনেরই ২০০৭ বিশ্বকাপে একসঙ্গে অভিষেক হয়। 

সাকিব মুশফিক

দুজনেরই এটি পঞ্চম বিশ্বকাপ আসর। 

crifo mushfiqur

দুজনেই আজকের ম্যাচের আগে বিশ্বকাপে সমান সংখ্যাক ম্যাচ খেলেছেন।

crifo mushfiqur

বিশ্বকাপে এখন পর্যন্ত এক হাজারের মাইলফলকে বিশ্বের মোট ২২ জন ক্রিকেটার পৌঁছেছেন।

Mushfik