
যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে টি-টেন টুর্নামেন্ট ‘পার সিক্সটি লিজেন্ডস লিগ।’ আর এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে মাঠে নামছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার। আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।
ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে তিনি দলের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন। তবে শুধুই সাকিব নন, বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেনকেও দলে ভিড়িয়েছে। এই দলে আরও আছেন ওপেনার রনি তালুকদার, স্পিনার নিহাদ উজ জামান, পেসার আল আমিন হোসেন, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, পেসার কামরুল ইসলাম রাব্বি, অলরাউন্ডার আরিফুল হক এবং অভিজ্ঞ স্পিনার এনামুল হক জুনিয়র।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কাকে হারিয়ে আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ
» এশিয়া কাপ হকিতে শক্তিশালী চীনকে হারিয়ে দিল বাংলাদেশ
বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি ডেট্রয়েট ফ্যালকন্স দলে বেশ কয়েকজন বিদেশি তারকাও রয়েছেন। ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রিশি ধাওয়ান ও শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার-হিটার চন্দরপল হেমরাজ ও পেসার অ্যান্থনি ব্রাম্বলি, শ্রীলঙ্কার স্পিনার মালিন্দা পুষ্পাকুমারা এবং দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্যামেরন ডেলপোর্ট এই দলে যুক্ত হয়েছেন।
পার সিক্সটি লিজেন্ডস লিগে সাকিব আল হাসানের নেতৃত্বে ডেট্রয়েট ফ্যালকন্স কতটা ভালো করে, সেটাই এখন দেখার বিষয়। ৯ জন বাংলাদেশি ক্রিকেটারের উপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এই দলের প্রতি বিশেষ আগ্রহ তৈরি করবে।
ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৫/এসএইচএ
