Connect with us
ক্রিকেট

৮২.৫০ গড়! দলে সুযোগ না পাওয়ায় সোহানের আক্ষেপ

Nurul Hasan Sohan
নুরুল হাসান সোহান। ছবি- সংগৃহীত

গতকাল নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাকিয়েছিলেন নুরুল হাসান সোহান। মাহিদুল অঙ্কনকে সাথে নিয়ে রেকর্ড পার্টনারশিপে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ ‘এ’ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সোহান। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন নিজের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে আক্ষেপের কথা।

২০২২ সালের পর আর কখনো সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি নুরুল হাসান সোহান। ওয়ানডেতে দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছিলেন সেই বছরের জুলাইয়ে। তবে তারপর আর কখনো খেলা হয়নি নিজের সেই প্রিয় ফরমেটে জাতীয় দলে।

মজার বিষয় এই ওয়ানডে ফরমেটে সোহানের গড় জানলে চক্ষু চরক গাছ হবে অনেকেরই। কেননা এই ফরমেটে তার গড় ৮২.৫০। ওয়ানডেতে এমন গড় নিঃসন্দেহে ঈর্ষণীয়। যদিও এখন পর্যন্ত ওয়ানডেতে ৫ ইনিংস ব্যাটিং করেছেন তিনি। আর তার মধ্যে ৩ বারই নট আউট ছিলেন সোহান। আর তাই তার গড় এত বেশি।

আরও পড়ুন:

» টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম, পিএসএলে ঘটে গেল বিরল ঘটনা

» আর্সেনালকে হারিয়ে ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ পিএসজি

তবে কোন ম্যাচেই ২০-এর কম রান আসেনি তার ব্যাট থেকে। অবশ্য এখনও ফিফটির দেখা পাননি লোয়ার অর্ডার এই ব্যাটার। এই ফরমেটে ৫ ইনিংসে তার মোট ১৬৫ রান। যদিও চমকপ্রদ গড় হওয়া সত্বেও বাংলাদেশ দলে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। যা নিয়ে কিছুটা আক্ষেপের কথা শুনিয়েছেন তিনি।

গতকাল নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ শেষে এক গণমাধ্যমের মুখোমুখি হন সোহান। যেখানে জাতীয় দলে সুযোগ না পাওয়ার কষ্ট আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ অবশ্যই কিছুটা কষ্ট তো থাকেই। সবসময় বলি বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটা অন্যরকম ব্যাপার। ওয়ানডে আমাদের জন্য বড় একটা খেলা। আমিও খুবই পছন্দ করি। অবশ্যই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারলে সবসময় ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘এটা (জাতীয় দল) প্রসেসের ব্যাপার। আমি আসলে ভালোভাবে বলতে পারব না। আমি যা চাব, আমি যা চাই সেটা সবসময় হবে এমন না। যেটা বললাম, হয়ত তাদের (টিম ম্যানেজমেন্ট) কোনো প্ল্যান আছে। অবশ্যই যা বললাম, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা সবসময় অন্য রকম আনন্দের ব্যাপার। এরকম সুযোগ আসলে ওয়ানডে ক্রিকেট আমি অনেক পছন্দও করি। যদি সুযোগ আসে, অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব আবার।’

ক্রিফোস্পোর্টস/৮মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট