Connect with us
ক্রিকেট

বিপিএল ছাড়তে হবে পাকিস্তানি ৭ ক্রিকেটারকে

Pakistani Cricketers
বিপিএল ছাড়তে হবে পাকিস্তানি ক্রিকেটারদের। ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠেছে ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে। তবে এরই মাঝে দুঃসংবাদ পেল কয়েকটি ফ্র‍্যাঞ্চাইজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথেই দল ছাড়তে হচ্ছে সাতজন পাকিস্তানি ক্রিকেটারকে। শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তান টি–টোয়েন্টি দল ঘোষণা করায় বিপিএলে খেলা এই ক্রিকেটারদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিকে ছাড়তে নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে এই সাতজন ক্রিকেটারকে সিরিজ চলাকালীন দলে পাবেনা ফ্র‍্যাঞ্চাইজিগুলো।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত দলে আছেন রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে এই দুই ক্রিকেটারকে পাচ্ছে না রাজশাহী। একইভাবে ঢাকা ক্যাপিটালসকে ছাড়তে হচ্ছে দুই ক্রিকেটারকে। উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ও পেসার সালমান মির্জাকে।

সিলেট টাইটানসের জন্যও এসেছে বড় ধাক্কা। ওপেনার সায়েম আইয়ুব পাকিস্তান দলে ডাক পাওয়ায় শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন তিনি। বিপিএলের চলমান আসরে ব্যাট কিংবা বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সাইমের অনুপস্থিতি সিলেটের টপ অর্ডারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই।



অন্যদিকে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন খাজা নাফে। ফলে রংপুর রাইডার্স শিবিরও তাকে ছাড়তে হবে। এছাড়া ফাহিম আশরাফও দলে আছেন। সেক্ষেত্রে রংপুরও কিছু ম্যাচ এই দুইজনকে পাবে না।

এদিকে, দীর্ঘদিন পর পাকিস্তান টি–টোয়েন্টি দলে ফিরেছেন শাদাব খান। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলার সময় ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়ার পরই তাকে আবার জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। কাঁধের চোটের কারণে জুনের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি শাদাব।

তবে বিগ ব্যাশে খেলা অন্য পাকিস্তানি তারকাদের দলে রাখেনি পিসিবি। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত পাকিস্তান টি–টোয়েন্টি দলে আছেন অধিনায়ক সালমান আগা ছাড়াও আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট